Shimla Cloudburst: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও

Last Updated:

২০ জুলাই অবধি ভারি বৃষ্টি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷

Shimla CloudBurst
Shimla CloudBurst
#শিমলা: হিমাচল প্রদেশের রাজধানী শিমলার কুমারসেন এলাকায় শনিবার গভীর রাতে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হল এলাকার মানুষ৷ গভীর রাতে মেঘ ভাঙা বৃষ্টিতে একেবারে তছনছ হয়ে গেল সব কিছু৷ প্রাপ্ত খবর অনুযায়ি মুষলাধার বৃষ্টির কারণে শিবান এবং শলৌটা পঞ্চায়েত এলাকায় ঘরে ঘরে জল ঢুকে গেছে৷ এলাকার বেশিরভাগ রাস্তাঘাট ব্যাপক বৃষ্টির তোড়ে ভেসে বেরিয়ে গেছে৷ সেখানের কচিংঘটি -শিবান মার্গ বন্ধ করে দেওয়া হয়েছে৷ কৃষকদের মাঠ, আপেলের বাগান একেবারে বৃষ্টিতে ভেসে চলে গেছে৷
রাজ্যের আপৎকালীন অবস্থার দায়িত্বে থাকা আধিকারিক পাউছি, নাগজুব্বড় আর শিবানে গত রাতে শিলাবৃষ্টিও হয়েছে৷  প্রদেশের একাধিক এলাকায় গত চব্বিশ ঘণ্টায় গত রাত থেকে হওয়া বৃষ্টিতে ৮০ টি সড়কপথ, ২১৭ টি বিদ্যুৎ ট্রান্সফর্মার উপড়ে গেছে৷ ফলে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে গেছে৷
advertisement
advertisement
মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ হয়ে যাওয়া  শিমলার বিভিন্ন অংশ  (Cloudburst Rain)
ঠিয়াগের বিধায়ক রাকেশ সিংঘা মুখ্য সচিব আরডি ধীমান, প্রমুখ পিডাব্লুডি সমেত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিএম কুমারসেন এবং স্থানীয় আধিকারিকরা বড় পদক্ষেপ নিচ্ছে৷ যাঁরা এই মেঘ ভাঙা বৃষ্টিতে প্রভাবিত হয়েছে  তাঁদের ত্রাণের জন্য দাবি করা হয়েছে৷
advertisement
২০ জুলাই অরেঞ্জ অ্যালার্ট
মৌসম বিভাগের মত অনুসারে তিন দিন অবধি বৃষ্টির অনুমান করা হচ্ছে৷ আইএমডি ময়দান এবং নিচু , মধ্যম ও উঁচু এলাকায় ২০ জুলাই অবধি ভারি বৃষ্টি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে৷
এদিকে এর আগেও এই সব এলাকায় একাধিক বার মেঘ ভাঙা বৃষ্টির প্রকোপ পড়েছে৷
advertisement
সেই সব ভিডিও এখনও অবধি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে৷ পরপর মেঘ ভাঙা বৃষ্টিতে জেরবার হয়ে যাচ্ছে পাহাড়ের বিভিন্ন এলাকায়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shimla Cloudburst: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement