Thor : নায়িকা নিরামিষাশী, চুম্বনের আগে মাংস খাওয়া ছাড়েন নায়ক
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Thor : নাতালি জানান, সহ-অভিনেতা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা শুধুই আনন্দের
সহ-অভিনেত্রী ভেগান (Vegan), তাঁর পছন্দকে সম্মান জানাতে পর্দায় চুম্বন দৃশ্যের আগে নিজে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলেন থর (Thor) ওরফে ক্রিস হেমসওয়র্থ (Chris Hemsworth)। সম্প্রতি এ কথা জানিয়েছেন ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর (Thor: Love And Thunder) নায়িকা নাতালি পোর্টম্যান (Natalie Portman) নিজেই। তিনি জানান, তাঁর নিরামিষ খাওয়ার বিষয়টিকে এতটাই গুরুত্ব দিয়ে দেখেছিলেন সহ অভিনেতা ক্রিস যে তিনি চুম্বনের দৃশ্য গ্রহণের আগে স্বেচ্ছায় খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিয়েছেন।
গত ৮ জুলাই রিলিজ করেছে হলিউডের নতুন ছবি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ (Thor: Love And Thunder)। এখানে জেন ফস্টারের (Jane Foster) ভূমিকায় অভিনয় করেছেন নাতালি। সম্প্রতি যুক্তরাজ্যের (UK) রেডিও সিরিজ ‘ক্যাপিটাল ব্রেকফাস্ট উইথ রোমান কেম্প’-এ উপস্থিত ছিলেন নাতালি। নতুন ছবি নিয়ে কথা বলতে গিয়ে ক্রিস হেমসওয়ার্থের প্রসঙ্গ ওঠে। সেখানেই তাঁর সৌজন্যবোধের প্রশংসা করেন অভিনেত্রী। সঞ্চালকের তরফে নাতালিকে জিজ্ঞাসা করা হয়, ক্রিসের কোনও লুক্কায়িত ত্রুটি রয়েছে কি না! সে প্রসঙ্গেই নাতালি জানান, সহ-অভিনেতা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা শুধুই আনন্দের।
advertisement
আরও পড়ুন : বরের বয়স ৬৯, কনের ৭১ বছর, চুটিয়ে যৌনজীবন উপভোগ করছেন নববিবাহিত বৃদ্ধ দম্পতি
নাতালি পোর্টম্যান বলেন, ‘ক্রিস সত্যিই চমৎকার মানুষ, একজন ভালো লোক। তবে ও খুবই খাদ্যপ্রিয়। ক্রিস প্রায় প্রতি আধঘণ্টা অন্দর মাংস খান। কিন্তু যে দিন আমাদের একটি চুম্বন দৃশ্য শ্যুট করার কথা ছিল, সে দিন সকালে ক্রিস মাংস খাননি কারণ আমি নিরামিষাশী। আমি যে খুব রাগ করতাম, তা নয়। তবে আমার খুবই ভালো লেগেছে, যে ক্রিস খুবই চিন্তাশীল এবং সহানুভূতিশীল মানুষ।’
advertisement
advertisement

আরও পড়ুন : প্রকাশ্যেই অবাধ ভালবাসা, প্রিয়ঙ্কার জন্মদিনে দেখুন নিকের সঙ্গে তাঁর আদর-কোলাজ
জানা গিয়েছে, ‘গড অফ থান্ডার’ (God of Thunder) ক্রিস হেমসওয়র্থ তাঁর চেহারা ধরে রাখতে প্রায় ৪,৫০০ ক্যালোরি পরিমাণ খাদ্য গ্রহণ করেন। এ জন্য তিনি দিনে ১০ বার খাবার খান। এ দিকে নায়িকা পোর্টম্যান ‘ভেগান’। তবে তিনি কখনই অভিনয়ের ক্ষেত্রে কোনও আপোস করেন না। নাতালির দাবি, তিনি কোনও দিনই কোনও সহ-অভিনেতাকে চুম্বন দৃশ্য অভিনয়ের আগে মাংস খাওয়া বন্ধ করার কথা বলেননি। হেমসওয়ার্থ নিজেই এটি করেছেন।
advertisement
গত ৮ জুলাই ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ মুক্তির পর থেকে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০২ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 4:53 PM IST