Newly Married Elderly Couple : বরের বয়স ৬৯, কনের ৭১ বছর, চুটিয়ে যৌনজীবন উপভোগ করছেন নববিবাহিত বৃদ্ধ দম্পতি

Last Updated:

Newly Married Elderly Couple : তাঁরা মূলত দেখিয়ে দিয়েছেন যৌনতার উপভোগ করার ক্ষেত্রে বয়স কোনও বাধা হতেই পারে না

স্বাস্থ্যকর যৌনজীবন যে কোনও দম্পতির সার্বিক মানসিক ও শারীরিক সুস্থতার জন্য একান্ত দরকার৷ বহু প্রচলিত এই কথা আরও একবার কার্যত সত্যি বলে প্রমাণ করলেন আমেরিকার এক সদ্যবিবাহিত কিন্তু বৃদ্ধ দম্পতি ৷ তাঁরা মূলত দেখিয়ে দিয়েছেন যৌনতার উপভোগ করার ক্ষেত্রে বয়স কোনও বাধা হতেই পারে না ৷
জানা গিয়েছে এই ৭০ বছর বয়সি নতুন কনের নাম সিন্থিয়া ক্যাস৷ ৬৯ বছর বয়সি জেমস ক্লার্ককে তিনি পান এক ডেটিং অ্যাপ-এ৷ সেখানেই তাঁদের প্রথম আলাপ বছর দেড়েক আগে ৷ এখন একই ছাদের নীচে তাঁদের দিনযাপন ৷ দিনে দু’বার উত্তাল যৌনতার সমুদ্রে ভেসে যেতেও তাঁদের দ্বিধা নেই৷ দু’জনেই বলছেন জীবনের সেরা যৌনসম্পর্ক এখন তাঁরা উপভোগ করছেন৷
advertisement
এক কসমেটিক সার্জেনের পডকাস্টে এসেছিলেন এই দম্পতি৷ সেখানে জানা যায়, সিন্থিয়া ভ্যাজাইনাল টিস্যু রিবিল্ড এবং ক্লিটোরাল সেন্সিটিভিটি এনহ্যান্স করিয়েছেন৷ তবে তার প্রভাব নিয়ে এখনও জানা যায়নি ৷ এক সন্তানের মা এই স্বামীহীনা বৃদ্ধা জানিয়েছেন তিনি বুঝতে পেরেছিলেন জেমস তাঁকে তৃপ্ত করতে পারবেন ৷ তাঁর কথায়, জেমস সব সময়ই ফুর্তিতে থাকেন ৷ শরীরের খেলায় এমনভাবে মুহূর্তগুলো কেটে যায় যে মাঝে মাঝে তাঁদের থামতে হয় কারণ আর নড়াচড়া করতে পারেন না! বলছেন বৃদ্ধা নববধূ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রায়ই এই ওষুধগুলো খান মুঠো মুঠো? তাহলে আপনার যৌনজীবনের দফারফা
৬৯-এ পৌঁছে জেমসেরও সমস্যা ছিল লিঙ্গোত্থান নিয়ে৷ তিনিও চিকিৎসকের শরণাপন্ন হন ৷ চিকিৎসক বুঝতে পেরেছিলেন তাঁদের মধ্যে যৌন সম্পর্কের ইচ্ছে আছে৷ কিন্তু বাধ সাধছে শারীরিক প্রতিবন্ধকতা৷ সেই সমস্যা দূর হওয়ায় এখন তাঁরা তৃপ্তির সাগরে ভাসছেন৷ দু’জনেরই মত, বয়স হয়ে গিয়েছে বলে যৌনতার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করা ঠিক নয়৷ বরং উপভোগ করা উচিত চুটিয়ে ৷
advertisement
আরও পড়ুন :  চুম্বনের সময় আমাদের চোখ সব সময় নিজের থেকেই বন্ধ হয়ে যায় কেন?
সিন্থিয়া পেশায় ফিনান্সিয়াল সফ্টওয়্যার ডিজাইনার৷ অন্যদিকে জেমস ক্লার্ক পোকার খেলতেন লাস ভেগাসে ৷ অনলাইনে সিন্থিয়ার সঙ্গে আলাপ হওয়ার পর তিদিনের ছুটিতে ফ্লোরিডা গিয়েছিলেন জেমস ৷ এর পর একজন ফ্লোরিডায়, অন্যজন লাসভেগাসে থেকে ৯ মাস ধরে প্রেমপর্ব কাটান ৷ তার পর বিয়ের সম্পর্কে বাঁধা পড়েন৷ দশ বছর ডিভোর্সি জীবন কাটাবার পর ফের বিয়ের সিদ্ধান্ত নেন জেমস ৷ এখন তিনি ফ্লোরিডায় সিন্থিয়া এবং তাঁর প্রথম পক্ষের ৩৮ বছর বয়সি সন্তানের সঙ্গে একই ফ্ল্যাটে থাকেন ৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Newly Married Elderly Couple : বরের বয়স ৬৯, কনের ৭১ বছর, চুটিয়ে যৌনজীবন উপভোগ করছেন নববিবাহিত বৃদ্ধ দম্পতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement