Monsoon Dandruff : বর্ষায় চুলের খুসকির সমস্যায় জেরবার? রইল সহজ ঘরোয়া টোটকা

Last Updated:
Monsoon Dandruff : বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এ সময় চুল ও স্ক্যাল্পের ক্ষতি করে প্রচুর ৷ চুল থেকে উজ্জ্বলতা উধাও হয়ে যায়৷
1/7
বর্ষায় চুল ও ত্বকের সমস্যা বেড়ে যায় অনেকটাই৷ বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এ সময় চুল ও স্ক্যাল্পের ক্ষতি করে প্রচুর ৷ চুল থেকে উজ্জ্বলতা উধাও হয়ে যায়৷
বর্ষায় চুল ও ত্বকের সমস্যা বেড়ে যায় অনেকটাই৷ বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এ সময় চুল ও স্ক্যাল্পের ক্ষতি করে প্রচুর ৷ চুল থেকে উজ্জ্বলতা উধাও হয়ে যায়৷
advertisement
2/7
চুলে খুসকির সমস্যা শীতে ও বর্ষায় বেড়ে যায় একলাফে৷ স্ক্যাল্পে অতিরিক্ত আর্দ্রতায় ছত্রাকের জন্ম ও বৃদ্ধি হয় দ্রুত ৷ ফলে স্ক্যাল্প খুব চটচটে হয়ে পড়ে৷ তৈলগ্রন্থিগুলির অতিরিক্ত ক্ষরণে চুল জেল্লা হারায়৷
চুলে খুসকির সমস্যা শীতে ও বর্ষায় বেড়ে যায় একলাফে৷ স্ক্যাল্পে অতিরিক্ত আর্দ্রতায় ছত্রাকের জন্ম ও বৃদ্ধি হয় দ্রুত ৷ ফলে স্ক্যাল্প খুব চটচটে হয়ে পড়ে৷ তৈলগ্রন্থিগুলির অতিরিক্ত ক্ষরণে চুল জেল্লা হারায়৷
advertisement
3/7
খুসকি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হল খুব ভাল করে চুল ধুয়ে ফেলা ৷ চুলে তেলের ব্যবহার কমাতে হবে ৷ অতিরিক্ত হেয়ার জেল দেওয়া থেকেও বিরত থাকুন৷
খুসকি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হল খুব ভাল করে চুল ধুয়ে ফেলা ৷ চুলে তেলের ব্যবহার কমাতে হবে ৷ অতিরিক্ত হেয়ার জেল দেওয়া থেকেও বিরত থাকুন৷
advertisement
4/7
যদি দিতেই হয়, তাহলে বর্ষায় বেছে নিন ভৃঙ্গরাজ ও অলিভ অয়েল ৷ এর ফ্যাটি অ্যাসিড চুলের জন্য উপকারী৷ শুষ্ক স্ক্যাল্প সংক্রান্ত সমস্যা দূর করে এই তেলগুলি৷
যদি দিতেই হয়, তাহলে বর্ষায় বেছে নিন ভৃঙ্গরাজ ও অলিভ অয়েল ৷ এর ফ্যাটি অ্যাসিড চুলের জন্য উপকারী৷ শুষ্ক স্ক্যাল্প সংক্রান্ত সমস্যা দূর করে এই তেলগুলি৷
advertisement
5/7
সপ্তাহে অন্তত দু’ থেকে তিন বার ব্যবহার করতে হবে খুসকিনাশক শ্যাম্পু অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু৷
সপ্তাহে অন্তত দু’ থেকে তিন বার ব্যবহার করতে হবে খুসকিনাশক শ্যাম্পু অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু৷
advertisement
6/7
স্টাইলিং করতে ভালবাসলে হেয়ার জেলের বদলে নিন হেয়ার স্প্রে বা হেয়ার ক্রিম ৷ চুলে দিন ডিপ কন্ডিশনিং হেয়ারমাস্ক৷ এর ফলে চুলের উপর যত্নে প্রলেপ পড়ে ৷
স্টাইলিং করতে ভালবাসলে হেয়ার জেলের বদলে নিন হেয়ার স্প্রে বা হেয়ার ক্রিম ৷ চুলে দিন ডিপ কন্ডিশনিং হেয়ারমাস্ক৷ এর ফলে চুলের উপর যত্নে প্রলেপ পড়ে ৷
advertisement
7/7
চুলে জেল দিলে নিয়মিত চুল পরিষ্কার করে ধুয়ে নিন ৷ তবে চুলে দু’দিনের বেশি জেল রাখবেন না৷ এতে সেবাম উৎপাদন বেড়ে যায় অনেকটাই৷
চুলে জেল দিলে নিয়মিত চুল পরিষ্কার করে ধুয়ে নিন ৷ তবে চুলে দু’দিনের বেশি জেল রাখবেন না৷ এতে সেবাম উৎপাদন বেড়ে যায় অনেকটাই৷
advertisement
advertisement
advertisement