Monkey viral video: বাড়িতে ঢুকে পিউরিফায়ারের জল খাচ্ছে হনুমান, ভাইরাল 'স্মার্ট হনুমানের' ভিডিয়ো
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
বাঁদরের অনেক ব্যবহারই মানুষকে মজা দেয়। বাঁদর অনেক সময়ই নকল করতে গিয়ে মানুষের অনেক ব্য়বহারই এতই অবিকল নকল করে ফেলে, যে ভাইরাল হয়ে যায় তাদের আচরণ। তেমনই বেঙ্গালুরুতে ভাইরাল হল এক তৃষ্ণার্ত বাঁদরের জল খাওয়ার ভিডিয়ো।
বাঁদরের অনেক ব্য়বহারই মানুষকে মজা দেয়। বাঁদর অনেক সময়ই নকল করতে গিয়ে মানুষের অনেক ব্য়বহারই এতই অবিকল নকল করে ফেলে, যে ভাইরাল হয়ে যায় তাদের আচরণ। তেমনই বেঙ্গালুরুতে ভাইরাল হল এক তৃষ্ণার্ত বাঁদরের জল খাওয়ার ভিডিয়ো।
বেঙ্গালুরু-সহ দক্ষিণ ভারত জুড়ে চলছে তীব্র জলসঙ্কট। জলের জোগান দিতে হিমশিম খাচ্ছে সরকারও। তার মধ্যেই ভাইরাল হয়েছে বাঁদরের জল খাওয়ার একটি ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বাঁদর রান্নাঘরে ঢুকে পিউরিফায়ার থেকে জল খাওয়ার চেষ্টা করছে। কল দিয়ে জল পড়ছে না দেখে কিছু ক্ষণ চেষ্টার পরে পিউরিফায়ারের কল খুলে জল খাওয়া শুরু করে। বারান্দায় বসে থাকা অন্য একটি বাঁদর সেই বাঁদরটির জল খাওয়া দেখছে।
advertisement
advertisement
Monkeys are thirsty: Attacking society and homes through kitchen windows in search of water.
The Bangalore water crisis has hit animals harder than humans.
Let’s conserve water to help them, too.@peakbengaluru pic.twitter.com/6gpc9JLVc6
— Akshat Tak (@akshattak) April 22, 2024
advertisement
বাঁদরের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নেটাগরিকদের মনে প্রশ্ন যে মানুষের সঙ্গে কি পশুপাখিরাও পানীয় জলের সমস্য়ার মুখোমুখি হচ্ছে। ভাইরাল ভিডিয়োটির ক্যাপশানে লেখা আছে, ’বাঁদর তৃষ্ণার্ত: জলের সন্ধানে রান্নাঘরের জানলা দিয়ে হানা দিচ্ছে। বেঙ্গালুরুর জল সঙ্গটের কারণে শুধু মানুষ নয়, সমস্যায় পড়ছে পশুপাখিরাও সমস্যায় পড়ছে। আসুন তাদের জন্য জল বাঁচাতে সাহায্য় করি’।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 27, 2024 5:54 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Monkey viral video: বাড়িতে ঢুকে পিউরিফায়ারের জল খাচ্ছে হনুমান, ভাইরাল 'স্মার্ট হনুমানের' ভিডিয়ো