Bangladeshi child reunites after 3 years: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

Last Updated:

তিন বছর আগে মানকাচর এলাকার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরে সেই শিশু। তার পরে তাকে আটক করে অসমের বোকো চাইল্ড প্রোটেকশন সেলের কাছে রাখা হয়।

সালটা ২০২১, দুর্ঘটনাবশত ভারতে ঢুকে পড়েছিল এক শিশু, তার পর টানা তিন বছর আটকে ছিল ভারতে। অবশেষে অসমের দক্ষিণ সালমারা মানকাচর জেলার প্রশাসনের সাহায্যে দেশে ফিরল সেই শিশু। তিন বছর আগে মানকাচর এলাকার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরে সেই শিশু। তার পরে তাকে আটক করে অসমের বোকো চাইল্ড প্রোটেকশন সেলের কাছে রাখা হয়।
ভারতে প্রবেশের পরে ২০২১ সালে ভারতে প্রবেশ করার পরে শিশুটিকে আটক করে মানকাচর পুলিশ। তার পর সেই থানা ৮৯২/২০২১ কেস নম্বর দিয়ে  মামলা রুজু করে। তার পরে অসমের বোকো চায়েল্ড প্রোটেকশন সেলের তত্ত্বাবধানে রাখা হয়। তার পর দক্ষিণ সালমারা মানিকচর জেলার লিগাল সার্ভিস অথারিটির সাহায্য়ে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
শুক্রবার অসম পুলিশ এবং মেঘালয় পুলিশের সাহায্য়ে শিশুটিকে বাংলাদেশের বর্ডার গার্ড অফ পুলিশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। তিন বছর পরে আইনি জটিলতা পেরিয়ে শিশুটিকে ফিরে পেয়ে খুশি পরিবার। তারা পুলিশ, লিগাল সার্ভিস অথারিটি এবং বিএসএফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Bangladeshi child reunites after 3 years: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement