AC helmet for heat relief: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

Last Updated:

পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহের জন্য় অস্থির হয়েছে পরিস্থিতি, কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রিও ছড়িয়েছে। তার মধ্যে যারা রোদের মধ্যে বেরোচ্ছেন বা সারাক্ষণ রোদে দাঁড়িয়েই ডিউটি করেন তাদের জন্য পরিস্থিতি আরও অস্বস্তিকর।

এসি হেলমেট
এসি হেলমেট
দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। দেশের অনেক প্রান্তেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহের জন্য় অস্থির হয়েছে পরিস্থিতি, কোথাও কোথাও তাপমাত্রা ৪৪ ডিগ্রিও ছড়িয়েছে। তার মধ্যে যারা রোদের মধ্যে বেরোচ্ছেন বা সারাক্ষণ রোদে দাঁড়িয়েই ডিউটি করেন তাদের জন্য পরিস্থিতি আরও অস্বস্তিকর। আবার অনেকেই আছেন যাদের হেলমেট পরতে হয় যেমন ট্রাফিক পুলিশ, বা বাইক বা স্কুটি নিয়ে যারা যাতায়াত করেন। তাদের জন্য স্বস্তির খবর। তৈরি করা হয়েছে এসি হেলমেট। কোথায় পাওয়া যাচ্ছে এই এসি হেলমেট?
আবহাওয়ার কথা মাথায় রেখে গুজরাতের ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রের তৈরি করেছেন শীতাতপ নিয়ন্ত্রিত হেলমেট। ভাদোদরা ট্রাফিক পুলিশের জন্য এই ধরনের হেলমেট তৈরি করা হয়েছে। ব্যাটারিচালিত এই হেলমেটগুলি রোদের প্রখর তাপেও স্বস্তি দেবে ভাদোদরার ট্রাফিক পুলিশদের। আপাতত ৪৫০ জন পুলিশকর্মীদের এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ট্রাফিক পুলিশদের এসি হেলমেট দেওয়ার উদ্যোগ এই প্রথম নয়। গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের কর্মীদের এই ধরনের হেলমেট দেওয়া হয়েছে। এ ছাড়াও লখনউতেও ট্রাফিক পুলিশদের এই ধরনের হেলমেট দেওয়া শুরু হয়েছে। অনলাইনে এই ধরনের হেলমেট পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে ততটাও প্রচলিত হয়নি। তবে রোদের তাপ থেকে রেহাই পেতে অনলাইনে এই ধরনের হেলমেট কিনতেই পারেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
AC helmet for heat relief: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement