Gautam Gambhir argues with fourth umpire: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।
পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। শশাঙ্ক এবং বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা লেগেছে কেকেআর বোলিং বিভাগকে। ৮ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ২৬২ রান তুলে নেয় নাইটরা। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।
ঠিক কী ঘটেছিল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে? ঘটনাটি ঘটে কেকেআরের ব্যাটিংয়ের সময় ১৪তম ওভারের শেষ বলে, ব্যাট করছিলেন রাসেল। রাহুল চাহারের বল কভারে ঠেলে দেন। আশুতোষ শর্মা বলটি ধরে উইকেটকিপার জিতেশ শর্মার থেকে একটু দূরে থ্রো করেন। সেই সুযোগে ওভার থ্রোর জন্য রাসেল একটি রান নেন। কিন্তু আম্পায়ার অনিল চৌধরি বলটিকে ডেড ঘোষণা করেন এবং কেকেআরের নেওয়া একটি রান বাতিল হয়ে যায়। তার পরেই ঝামেলায় জড়ান কেকেআর মেন্টর। যদিও কেকেআরের রানটি বাতিলই ঘোষণা হয়। কিন্তু চতুর্থ আম্পায়ারের সঙ্গে গম্ভীরের এই ঝামেলার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
— Nihari Korma (@NihariVsKorma) April 27, 2024
পঞ্জাবের বিরুদ্ধে হারের পরেও ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কেকেআর দু‘নম্বরেই রয়েছে। যদিও এই পরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তিন এবং চারে রয়েছে হায়দরাবাদ এবং লখনউ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2024 1:05 PM IST