Gautam Gambhir argues with fourth umpire: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল

Last Updated:

পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।

মাঠের বাইরে বাউন্ডারি রোপের বাইরে বসে থাকলেও তিনিই দলের ব্যান্ডমাস্টার৷ এর আগে ফুটবল মাঠের ম্যানেজার বা কোচরাই ম্যাচ পরিচালনা করেন সকলেই তা জানেন৷ কিন্তু ক্রিকেটেও তাই৷ চেনা প্রবাদ ‘ফুটবল কোচেস গেম’ আর ‘ক্রিকেট ক্যাপ্টেনস গেম’- কিন্তু এই তথ্যকেও ভুল প্রমাণ করে দিচ্ছেন তিনি৷ Photo- File 
মাঠের বাইরে বাউন্ডারি রোপের বাইরে বসে থাকলেও তিনিই দলের ব্যান্ডমাস্টার৷ এর আগে ফুটবল মাঠের ম্যানেজার বা কোচরাই ম্যাচ পরিচালনা করেন সকলেই তা জানেন৷ কিন্তু ক্রিকেটেও তাই৷ চেনা প্রবাদ ‘ফুটবল কোচেস গেম’ আর ‘ক্রিকেট ক্যাপ্টেনস গেম’- কিন্তু এই তথ্যকেও ভুল প্রমাণ করে দিচ্ছেন তিনি৷ Photo- File 
পঞ্জাবের বিরুদ্ধে ২৬১ রানের পাহাড়প্রমাণ রান তুলেও পর্যুদস্ত হতে হয়েছে কেকেআরকে। শশাঙ্ক এবং বেয়ারস্টোর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে দিশেহারা লেগেছে কেকেআর বোলিং বিভাগকে। ৮ বল বাকি থাকতেই প্রয়োজনীয় ২৬২ রান তুলে নেয় নাইটরা। এর মধ্যেই ভাইরাল হল গৌতম গম্ভীরের একটি ভিডিও, যেখানে দেখা গিয়েছে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন কেকেআরের মেন্টর।
ঠিক কী ঘটেছিল কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে?  ঘটনাটি ঘটে কেকেআরের ব্যাটিংয়ের সময় ১৪তম ওভারের শেষ বলে, ব্যাট করছিলেন রাসেল। রাহুল চাহারের বল কভারে ঠেলে দেন। আশুতোষ শর্মা বলটি ধরে উইকেটকিপার জিতেশ শর্মার থেকে একটু দূরে থ্রো করেন। সেই সুযোগে ওভার থ্রোর জন্য রাসেল একটি রান নেন। কিন্তু আম্পায়ার অনিল চৌধরি বলটিকে ডেড ঘোষণা করেন এবং কেকেআরের নেওয়া একটি রান বাতিল হয়ে যায়। তার পরেই ঝামেলায় জড়ান কেকেআর মেন্টর। যদিও কেকেআরের রানটি বাতিলই ঘোষণা হয়। কিন্তু চতুর্থ আম্পায়ারের সঙ্গে গম্ভীরের এই ঝামেলার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
advertisement
advertisement
পঞ্জাবের বিরুদ্ধে হারের পরেও ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কেকেআর দু‘নম্বরেই রয়েছে। যদিও এই পরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তিন এবং চারে রয়েছে হায়দরাবাদ এবং লখনউ।
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir argues with fourth umpire: মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement