গ্রেফতারিতে পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী! নতুন বিলের যৌথ প্যানেলে নেই কংগ্রেস-তৃণমূল-ডিএমকে

Last Updated:

Parliament news: কোনও গুরুতর অভিযোগে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা গ্রেফতার হলে বা আটক করা হলে তাদের অপসারণ সংক্রান্ত বিল এবার পর্যালোচনা করবে যৌথ সংসদীয় কমিটি। কারা থাকবেন সেই কমিটিতে, জানা গেল কারা থাকবেন।

সংসদ ভবনে ফের নিরাপত্তা ভাঙনের ঘটনা! প্রাচীর টপকে ঢুকল এক অজ্ঞাত ব্যক্তি, মুহূর্তে হইচই 
সংসদ ভবনে ফের নিরাপত্তা ভাঙনের ঘটনা! প্রাচীর টপকে ঢুকল এক অজ্ঞাত ব্যক্তি, মুহূর্তে হইচই 
নয়াদিল্লি: কোনও গুরুতর অভিযোগে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা গ্রেফতার হলে বা আটক করা হলে তাদের অপসারণ সংক্রান্ত বিল এবার পর্যালোচনা করবে যৌথ সংসদীয় কমিটি। কারা থাকবেন সেই কমিটিতে, জানা গেল কারা থাকবেন।
গত বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংক্রান্ত বেশ কয়েকটি বিল লোকসভায় আনেন। যার মধ্যে ছিল, সংবিধান (একশ ত্রিশতম সংশোধনী) বিল, ২০২৫; জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫; এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকার (সংশোধনী) বিল, ২০২৫। সংসদে এই বিলটি উপস্থাপনার পরে, কেন্দ্র এটি সংসদীয় পর্যালোচনার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
advertisement
বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদ ইতিমধ্যেই এই বিলের বিরোধিতা করেছন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (TMC) এবং ডিএমকে-র মতো দলগুলি কমিটির অংশ হতে অস্বীকার করেছতাই যৌথ সংসদীয় কমিটিতে কংগ্রেস, DMK এবং TMCকোন সদস্য থাকছে না।
advertisement
কমিটিতে কারা আছেন?
ভুবনেশ্বরের বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গিকে কমিটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। BJPর বেশ কয়েকজন নেতা, যার মধ্যে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ এবং অনুরাগ সিং ঠাকুর, এই প্যানেলের সদস্য
advertisement
তেলেগু দেশম পার্টি (TDP) এর লোকসভা সাংসদ লাভু শ্রী কৃষ্ণ দেবরায়ালুকে এই কমিটির অংশ হিসেবে তালিকাভুক্ত করেছে। অন্যান্য জোট সঙ্গীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে শিন্ডেপন্থী শিবসেনা থেকে ধৈর্যশীল মানে রয়েছেন।
বিরোধী দলের নেতাদের মধ্যে এই কমিটিতে রয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) সুপ্রিয়া সুলে এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) থেকে আসাদউদ্দিন ওয়াইসি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আকালি নেতা হরসিমরত কৌর বাদলও এই কমিটির সদস্য
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গ্রেফতারিতে পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী! নতুন বিলের যৌথ প্যানেলে নেই কংগ্রেস-তৃণমূল-ডিএমকে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement