এসআইআরের ফর্ম বিলি করতে কোথায় কোথায় সমস্যা হচ্ছে? কত দিন লাগবে, রাতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
Election Commission: রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পরিতল্পনা মতো জোর কদমে কাজ করছেন বিএলওরা। জানা গিয়েছে বিকেল ৪টে পর্যন্ত ৬ কোটি ৮৭ লাখ ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে।
কলকাতা: রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পরিতল্পনা মতো জোর কদমে কাজ করছেন বিএলওরা। জানা গিয়েছে বিকেল ৪টে পর্যন্ত ৬ কোটি ৮৭ লাখ ফর্ম দেওয়ার কাজ শেষ হয়েছে। এই নিয়ে সব জেলার বিডিওদের সঙ্গে ভিডিও কলে মিটিং সারবেন সিইও।
advertisement
advertisement
যে সমস্ত জেলা থেকে বিএল এবং বিএলএ দের সম্পর্কে অভিযোগ আসছে সেই সম্পকে রিপোর্ট তলব করা হয়েছে জেলাশাসকের কাছ থেকে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেই রিপোর্ট নিয়ে রাতে বৈঠক সারবেন সিইও। সেই সঙ্গে কত ফর্ম বিলি করা হয়েছে, কত ফর্ম বিলি বাকি রয়েছে সেই সমস্ত তথ্য নিয়েও আলোচনা হবে।
advertisement
এছাড়াও কত ফর্ম বিলি করা হয়েছে, কত বাকি রয়েছে সে সমস্ত তথ্য নিয়েও আলোচনা হবে নির্বাচন কমিশনের ওই বৈঠকে। আজ বুধবারই বৈঠকে বসবেন রাজ্য নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল, ডিওদের সঙ্গে এসআইআর সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
নির্বাচন কমিশন সূত্রে খবর, আর কয়েক দিনের মধ্যেই রাজ্যের সর্বত্র ভোটার তালিকা বিশেষ নিবিড় সংক্রান্ত এনুমারেশন ফর্ম বিলি শেষ করতে চায় নির্বাচন কমিশন। তারপরে ফর্ম জমা দেওয়ার বিষয়টি রয়েছে। তাই রাতে সব ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ইআরও) সঙ্গে বৈঠক সারতে চায় নির্বাচন কমিশন। কোথায় কেমন ফর্ম বিলি হচ্ছে, কোথায় কী সমস্যা হচ্ছে ফর্ম বিলি করতে গিয়ে সেই সব কিছু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 12, 2025 7:59 PM IST

