Indian Railways Ticket Booking: প্রবীণ নাগরিক হলেও ট্রেনে লোয়ার বার্থ পাওয়া সহজ নয়, কয়েকটা নিয়ম মানলেই নীচের বার্থ নিশ্চিত

Last Updated:
Indian Railways: বয়স্ক হোক বা সাধারণ নাগরিক ট্রেনে লোয়ার বার্থ পাওয়ার ইচ্ছে থাকে সকলেরই, লোয়ার বার্থ বার্থ মানে উপরে ওঠার ঝামেলা নেই, সঙ্গে মেলে জানলার ধারে সিট। তবে কিছু নিয়ম মানলেই বয়স্করা পেতে পারেন জানলার ধারে সিট।
1/5
বয়স্ক হোক বা সাধারণ নাগরিক ট্রেনে লোয়ার বার্থ পাওয়ার ইচ্ছে থাকে সকলেরই, লোয়ার বার্থ বার্থ মানে উপরে ওঠার ঝামেলা নেই, সঙ্গে মেলে জানলার ধারে সিট। তবে কিছু নিয়ম মানলেই বয়স্করা পেতে পারেন জানলার ধারে সিট।
বয়স্ক হোক বা সাধারণ নাগরিক ট্রেনে লোয়ার বার্থ পাওয়ার ইচ্ছে থাকে সকলেরই, লোয়ার বার্থ বার্থ মানে উপরে ওঠার ঝামেলা নেই, সঙ্গে মেলে জানলার ধারে সিট। তবে কিছু নিয়ম মানলেই বয়স্করা পেতে পারেন জানলার ধারে সিট।
advertisement
2/5
রেল মন্ত্রকের তথ্য ও প্রচার বিভাগের একজিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমারের মতে, বয়স্ক নাগরিকদের (পুরুষ ৬০ বছরের উপরে এবং মহিলা ৫৮ বছরের উপরে) এবং ৪৫ বছরের উপরে মহিলাদের জন্য কোটার ব্যবস্থা রয়েছে। যদিও স্লিপার এবং এসি ক্লাসের মধ্যে এর কিছু পার্থক্য রয়েছে। তাই জানলার ধারে সিট পেতে গেলে বয়স্ক নাগরিকদের টিকিট বুকিংয়ের সময় 'Senior Citizen' অপশনটি নির্বাচন করতে হবে।
রেল মন্ত্রকের তথ্য ও প্রচার বিভাগের একজিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমারের মতে, বয়স্ক নাগরিকদের (পুরুষ ৬০ বছরের উপরে এবং মহিলা ৫৮ বছরের উপরে) এবং ৪৫ বছরের উপরে মহিলাদের জন্য কোটার ব্যবস্থা রয়েছে। যদিও স্লিপার এবং এসি ক্লাসের মধ্যে এর কিছু পার্থক্য রয়েছে। তাই জানলার ধারে সিট পেতে গেলে বয়স্ক নাগরিকদের টিকিট বুকিংয়ের সময় 'Senior Citizen' অপশনটি নির্বাচন করতে হবে।
advertisement
3/5
বুকিংয়ের সহজ নিয়মমূল বিষয়টি হল একটি PNR-এর অধীনে শুধুমাত্র এক বা দুইজন বয়স্ক নাগরিক নীচের বার্থ পেতে পারেন। যদি তিন বা তার বেশি একসঙ্গে বুক করা হয়, তা হলে সিস্টেমে লোয়ার বার্থ না-ও মিলতে পারে। যদিও কতগুলি আসন ফাঁকা রয়েছে তা-ও গুরুত্বপূরণ এক্ষেত্রে।
বুকিংয়ের সহজ নিয়মমূল বিষয়টি হল একটি PNR-এর অধীনে শুধুমাত্র এক বা দুইজন বয়স্ক নাগরিক নীচের বার্থ পেতে পারেন। যদি তিন বা তার বেশি একসঙ্গে বুক করা হয়, তা হলে সিস্টেমে লোয়ার বার্থ না-ও মিলতে পারে। যদিও কতগুলি আসন ফাঁকা রয়েছে তা-ও গুরুত্বপূরণ এক্ষেত্রে।
advertisement
4/5
স্লিপার ক্লাসের প্রতিটি কোচে প্রায় ৬-৭টি নীচের বার্থ এই কোটার অধীনে সংরক্ষিত থাকে, থার্ড এসিতে ৪-৫টি এবং দ্বিতীয় এসি তে ৩-৪টি আসন থাকে। নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের একটি সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে প্রবীণ যাত্রীরা এই বিষয়টি তোলেন, যেখানে TTE স্পষ্ট করেছিলেন, যখন এক PNR-এর অধীনে দুইজনের বেশি বয়স্ক নাগরিকের টিকিট কাটা হয় তখনই সমস্যা হয়।
স্লিপার ক্লাসের প্রতিটি কোচে প্রায় ৬-৭টি নীচের বার্থ এই কোটার অধীনে সংরক্ষিত থাকে, থার্ড এসিতে ৪-৫টি এবং দ্বিতীয় এসি তে ৩-৪টি আসন থাকে। নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের একটি সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে প্রবীণ যাত্রীরা এই বিষয়টি তোলেন, যেখানে TTE স্পষ্ট করেছিলেন, যখন এক PNR-এর অধীনে দুইজনের বেশি বয়স্ক নাগরিকের টিকিট কাটা হয় তখনই সমস্যা হয়।
advertisement
5/5
অর্থাৎ, নিচের বার্থ নিশ্চিত করতে, সর্বদা বয়স্ক নাগরিকের কোটায় ক্লিক করুন এবং অনেকে বুকিং করলে এক বা দুইজনের মধ্যে সীমাবদ্ধতা রাখুন এবং নীচের বার্থগুলি পূর্ণ হওয়ার আগে তাড়াতাড়ি বুক করার চেষ্টা করুন।
অর্থাৎ, নিচের বার্থ নিশ্চিত করতে, সর্বদা বয়স্ক নাগরিকের কোটায় ক্লিক করুন এবং অনেকে বুকিং করলে এক বা দুইজনের মধ্যে সীমাবদ্ধতা রাখুন এবং নীচের বার্থগুলি পূর্ণ হওয়ার আগে তাড়াতাড়ি বুক করার চেষ্টা করুন।
advertisement
advertisement
advertisement