পদযাত্রায় বেরিয়েছিলেন সন্ত প্রেমানন্দ মহারাজ, আচমকাই তাঁর সম্মুখে ধেয়ে এল বিশালকায় কী ওটা ! ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে উঠলেন সকলে, তারপর যা ঘটল…

Last Updated:

Mathura Latest News: ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে যে, ভক্তদের দর্শন দেওয়ার জন্য রাত ২টোর সময় নিজের করসেবকদের সঙ্গে সন্ত প্রেমানন্দ মহারাজ বেরোচ্ছেন। দর্শনার্থীরাও তাঁকে দেখে বেশ উচ্ছ্বসিত।

পদযাত্রায় বেরিয়েছিলেন সন্ত প্রেমানন্দ মহারাজ
পদযাত্রায় বেরিয়েছিলেন সন্ত প্রেমানন্দ মহারাজ
মথুরা: দেশ তথা সারা বিশ্বে বিপুল খ্যাতি লাভ করেছেন বৃন্দাবনের সন্ত প্রেমানন্দ মহারাজ। তাঁর পদযাত্রা এবং সৎসঙ্গে যোগ দিতে দেশ-বিদেশ থেকে আসেন ভক্তরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সন্ত প্রেমানন্দ মহারাজের পদযাত্রার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে যে, ভক্তদের দর্শন দেওয়ার জন্য রাত ২টোর সময় নিজের করসেবকদের সঙ্গে সন্ত প্রেমানন্দ মহারাজ বেরোচ্ছেন। দর্শনার্থীরাও তাঁকে দেখে বেশ উচ্ছ্বসিত। কিন্তু এই সময়ের মধ্যে যা ঘটল, তা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন সন্ত প্রেমানন্দ মহারাজ। জেনে নেওয়া যাক গোটা বিষয়টা।
আসলে গভীর রাতে অর্থাৎ রাত ২টো নাগাদ পদযাত্রায় বেরিয়েছেন সন্ত প্রেমানন্দ মহারাজ। আচমকা একটি ষাঁড় তাঁর সামনে চলে আসে। যদিও তাঁর সঙ্গে থাকা স্বেচ্ছাসেবকরা তাঁকে ওই ষাঁড়টির হাত থেকে বাঁচিয়েছেন। ষাঁড়টি দ্রুত গতিতে সামনে এসে পড়েছিল। যা দেখেই রীতিমতো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামবে। কিন্তু অবাক করে কারও ক্ষতি না করেই সেখান থেকে চলে গিয়েছিল ষাঁড়টি। তবে বলে রাখা ভাল যে, এই ভিডিওটি মধ্যরাতের পদযাত্রার বিরুদ্ধে প্রতিবাদের আগে কিংবা পরের কি না। কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
সম্প্রতি পদযাত্রা বিতর্কের জেরে খবরের শিরোনামে উঠে এসেছেন প্রেমানন্দ মহারাজ। আসলে রাত ২টো নাগাদ তিনি পদব্রজে ভক্তদের দর্শন দিতে বের হন। যার জেরে প্রতিবাদে মুখর হন এনআরআই গ্রিন সোসাইটি নামে এক কলোনির বাসিন্দারা। আসলে গভীর রাতে সন্তের পদযাত্রা নিয়ে তাঁরা বিরোধিতা করেছিলেন। যার জেরে সন্ত প্রেমানন্দ নিজের পদযাত্রা বন্ধ করে দেন। ফলে ভক্তরাও তাঁর দর্শন পাচ্ছিলেন না।
advertisement
ভিডিওটি দেখতে ক্লিক করুনhttps://www.facebook.com/share/r/1BuwuQdYzq/
যদিও দিন কয়েক পরে এনআরআই সোসাইটির প্রেসিডেন্ট সন্ত প্রেমানন্দ মহারাজের কাছে ক্ষমা চান। এমনকী, পদযাত্রা করার জন্যও তাঁর কাছে অনুরোধ জানিয়েছেন। এরপর থেকে আবার একই সময়ে একই পথ ধরে পদযাত্রা শুরু করে সন্ত প্রেমানন্দ মহারাজ। আর সন্তের দর্শন পেয়ে যারপরনাই আনন্দিত তাঁর ভক্তরাও।
advertisement
বলে রাখা ভাল যে, প্রতিদিন রাত ২টো নাগাদ নিজের শিষ্যদের নিয়ে পদযাত্রা করে শ্রীরাধাকালী কুঞ্জ আশ্রমের দিকে যেতেন সন্ত প্রেমানন্দ মহারাজ। আর এই পদযাত্রার সময় হাজার হাজার ভক্তরা নাম-গান এবং ভজন-কীর্তন করতে থাকেন। এই পদযাত্রা চলাকালীন ওই ভজন-কীর্তনের আওয়াজে হয়রানি হচ্ছিল এলাকাবাসীর। যার জেরে প্রতিবাদে মুখর হচ্ছিল এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পদযাত্রায় বেরিয়েছিলেন সন্ত প্রেমানন্দ মহারাজ, আচমকাই তাঁর সম্মুখে ধেয়ে এল বিশালকায় কী ওটা ! ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে উঠলেন সকলে, তারপর যা ঘটল…
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement