Abrar Ahmed: এ কেমন সেলিব্রেশন ! শুভমানকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে বিতর্কে পাক স্পিনার আব্রার

Last Updated:

Abrar Ahmed gives Shubman Gill fiery send-off: নিউজিল্যান্ডের পর ভারতের বিরুদ্ধেও হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় পাকিস্তানের ৷ তবে এসবের মধ্যেও রবিবারের ম্যাচে পাক স্পিনার আব্রার আহমেদের একটি ‘বিশেষ’ সেলিব্রেশন নিয়ে শুরু হয়েছে চর্চা ৷

শুভমানকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে বিতর্কে পাক স্পিনার (Photo: JioHotstar)
শুভমানকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে বিতর্কে পাক স্পিনার (Photo: JioHotstar)
দুবাই: যে কোনও আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা ৷ হাড্ডাহাড্ডির একটা লড়াই দেখার অপেক্ষায় থাকেন দু’দলের সমর্থকেরা ৷ কিন্তু রবিবার দুবাইয়ে প্রায় একপেশে একটা ম্যাচই দেখা গিয়েছে ৷ ম্যাচে পাকিস্তানের বোলিং বা ব্যাটিং দেখে কখনই মনে হয়নি, যে এই ম্যাচে তারা কোনও চমক দেখাতে পারবেন ৷ তাই নিউজিল্যান্ডের পর ভারতের বিরুদ্ধেও হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় পাকিস্তানের ৷ তবে এসবের মধ্যেও রবিবারের ম্যাচে পাক স্পিনার আব্রার আহমেদের একটি ‘বিশেষ’ সেলিব্রেশন নিয়ে শুরু হয়েছে চর্চা ৷
২৬ বছর বয়সী আব্রার আহমেদের ডেলিভারিতে হকচকিয়ে গেলেন গিল। হলেন আউটও। তবে শুভমনকে বোল্ড করেই পাক স্পিনার যেভাবে সেলিব্রেট করলেন, তাতে সমালোচনার ঝড় !
advertisement
ভারতের ইনিংসের ১৭.৩ ওভারে আব্রার আহমেদের চোখধাঁধানো ডেলিভারিতে বোল্ড হন গিল। কার্যত লেগ স্টাম্পে পড়ে অফ মিডল স্টাম্পে লাগে বল। শুভমন যেমন ওই ডেলিভারিতে হতবাক, তেমনই নন স্ট্রাইকারে থাকা বিরাট কোহলিও। কিন্তু আব্রারের অদ্ভূত সেলিব্রেশন নিয়েই এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায় ৷ কার্যত ‘মাঠ ছেড়ে যাও’ বলার মতো এদিন অঙ্গভঙ্গি করেন আব্রার।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে এর পরের বার দেখা হলে শুভমন কি এর বদলা নেবেন ? সেই অপেক্ষাতেই এখন ক্রিকেটপ্রেমীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Abrar Ahmed: এ কেমন সেলিব্রেশন ! শুভমানকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে বিতর্কে পাক স্পিনার আব্রার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement