Abrar Ahmed: এ কেমন সেলিব্রেশন ! শুভমানকে আউট করে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে বিতর্কে পাক স্পিনার আব্রার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Abrar Ahmed gives Shubman Gill fiery send-off: নিউজিল্যান্ডের পর ভারতের বিরুদ্ধেও হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় পাকিস্তানের ৷ তবে এসবের মধ্যেও রবিবারের ম্যাচে পাক স্পিনার আব্রার আহমেদের একটি ‘বিশেষ’ সেলিব্রেশন নিয়ে শুরু হয়েছে চর্চা ৷
দুবাই: যে কোনও আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা ৷ হাড্ডাহাড্ডির একটা লড়াই দেখার অপেক্ষায় থাকেন দু’দলের সমর্থকেরা ৷ কিন্তু রবিবার দুবাইয়ে প্রায় একপেশে একটা ম্যাচই দেখা গিয়েছে ৷ ম্যাচে পাকিস্তানের বোলিং বা ব্যাটিং দেখে কখনই মনে হয়নি, যে এই ম্যাচে তারা কোনও চমক দেখাতে পারবেন ৷ তাই নিউজিল্যান্ডের পর ভারতের বিরুদ্ধেও হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় পাকিস্তানের ৷ তবে এসবের মধ্যেও রবিবারের ম্যাচে পাক স্পিনার আব্রার আহমেদের একটি ‘বিশেষ’ সেলিব্রেশন নিয়ে শুরু হয়েছে চর্চা ৷
২৬ বছর বয়সী আব্রার আহমেদের ডেলিভারিতে হকচকিয়ে গেলেন গিল। হলেন আউটও। তবে শুভমনকে বোল্ড করেই পাক স্পিনার যেভাবে সেলিব্রেট করলেন, তাতে সমালোচনার ঝড় !
advertisement
ভারতের ইনিংসের ১৭.৩ ওভারে আব্রার আহমেদের চোখধাঁধানো ডেলিভারিতে বোল্ড হন গিল। কার্যত লেগ স্টাম্পে পড়ে অফ মিডল স্টাম্পে লাগে বল। শুভমন যেমন ওই ডেলিভারিতে হতবাক, তেমনই নন স্ট্রাইকারে থাকা বিরাট কোহলিও। কিন্তু আব্রারের অদ্ভূত সেলিব্রেশন নিয়েই এখন জোর চর্চা সোশ্যাল মিডিয়ায় ৷ কার্যত ‘মাঠ ছেড়ে যাও’ বলার মতো এদিন অঙ্গভঙ্গি করেন আব্রার।
advertisement
Shubhman gill dismissed on 46(52) by Abrar Ahmed#ChampionsTrophy #INDvsPAK pic.twitter.com/uPQQY8xRTE
— D Decoded Reality (@DDecodedReality) February 23, 2025
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে এর পরের বার দেখা হলে শুভমন কি এর বদলা নেবেন ? সেই অপেক্ষাতেই এখন ক্রিকেটপ্রেমীরা ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 7:48 AM IST