বিয়ে মিটতেই প্রেমিকার কাছে ছুটে যান অভিনেতা ! নববধূর কাছে আসে ফোন, ‘আমি গর্ভবতী, ও আমাকেই স্ত্রী মনে করে’

Last Updated:
Bhojpuri Actress Love Story: ২০১৯ সালের ঘটনা। অক্ষরার ব্যক্তিগত ছবি এবং ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার অভিযোগ ওঠে পবন সিংয়ের বিরুদ্ধে। ভোজপুরী ইন্ডাস্ট্রির সকলেই দু’জনের প্রেমের কথা জানত। কিন্তু পবনের দ্বিতীয় বিয়ের পরই বিতর্ক দানা বাঁধে।
1/8
পবন সিং মানেই যেন বিতর্ক। কখনও তাঁর গাওয়া গান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কখনও অভিনয় নিয়ে। মঞ্চে উঠেও অদ্ভুত সব কাণ্ড বাঁধিয়েছেন। এমনকী তাঁর ভোটে দাঁড়ানো নিয়েও বিবাদ বেঁধেছিল। এহেন ভোজপুরী গায়ক-নায়কের ব্যক্তিগত জীবনও বিতর্কে ভরপুর। সব মানুষের জীবনেই ওঠাপড়া থাকে। কিন্তু পবন যেন নাগরদোলায় সওয়ার। চরম উত্থান-পতনে ভরা। বাবা-মায়ের চাপে পড়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু সাত পাকে ঘোরার পরই ছোটেন প্রেমিকার কাছে। সে এক কাণ্ড।
পবন সিং মানেই যেন বিতর্ক। কখনও তাঁর গাওয়া গান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কখনও অভিনয় নিয়ে। মঞ্চে উঠেও অদ্ভুত সব কাণ্ড বাঁধিয়েছেন। এমনকী তাঁর ভোটে দাঁড়ানো নিয়েও বিবাদ বেঁধেছিল। এহেন ভোজপুরী গায়ক-নায়কের ব্যক্তিগত জীবনও বিতর্কে ভরপুর। সব মানুষের জীবনেই ওঠাপড়া থাকে। কিন্তু পবন যেন নাগরদোলায় সওয়ার। চরম উত্থান-পতনে ভরা। বাবা-মায়ের চাপে পড়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু সাত পাকে ঘোরার পরই ছোটেন প্রেমিকার কাছে। সে এক কাণ্ড।
advertisement
2/8
পবনের প্রেমিকাও ছিলেন ভোজপুরী তারকা। দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিংয়ের সঙ্গে বেশ কিছুদিন কাটিয়েছিলেন পবন। কিন্তু মন পড়েছিল অভিনেত্রী অক্ষরা সিংয়ের কাছে। অক্ষরাই পবনের নববিবাহিতা স্ত্রীকে ফোন করে পুরো ঘটনা জানিয়েছিলেন। ঠিক কী হয়েছিল?
পবনের প্রেমিকাও ছিলেন ভোজপুরী তারকা। দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিংয়ের সঙ্গে বেশ কিছুদিন কাটিয়েছিলেন পবন। কিন্তু মন পড়েছিল অভিনেত্রী অক্ষরা সিংয়ের কাছে। অক্ষরাই পবনের নববিবাহিতা স্ত্রীকে ফোন করে পুরো ঘটনা জানিয়েছিলেন। ঠিক কী হয়েছিল?
advertisement
3/8
২০১৯ সালের ঘটনা। অক্ষরার ব্যক্তিগত ছবি এবং ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার অভিযোগ ওঠে পবন সিংয়ের বিরুদ্ধে। ভোজপুরী ইন্ডাস্ট্রির সকলেই দু’জনের প্রেমের কথা জানত। কিন্তু পবনের দ্বিতীয় বিয়ের পরই বিতর্ক দানা বাঁধে।
২০১৯ সালের ঘটনা। অক্ষরার ব্যক্তিগত ছবি এবং ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়ার অভিযোগ ওঠে পবন সিংয়ের বিরুদ্ধে। ভোজপুরী ইন্ডাস্ট্রির সকলেই দু’জনের প্রেমের কথা জানত। কিন্তু পবনের দ্বিতীয় বিয়ের পরই বিতর্ক দানা বাঁধে।
advertisement
4/8
ই-টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, অক্ষরা জানিয়েছেন, পবনের বিয়ের পরই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু পবন তা মানতে রাজি হননি। অভিযোগ, পবন না কি অক্ষরাকে এই সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকেন।
ই-টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, অক্ষরা জানিয়েছেন, পবনের বিয়ের পরই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু পবন তা মানতে রাজি হননি। অভিযোগ, পবন না কি অক্ষরাকে এই সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকেন।
advertisement
5/8
শুধু তাই নয়, সম্পর্ক ভাঙলে অক্ষরাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকতে দেবেন না বলেও না কি হুঁশিয়ারি দিয়েছিলেন পবন। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। অভিযোগ এমনই। অক্ষরা-বিতর্কের পর মুখ খোলেন পবনের দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিং। তিনি প্রকাশ্যে জানান, “বিয়ের আগে কোনও কথাবার্তা হয়নি। মাত্র ২০ দিনের মধ্যে আমাদের বিয়ে হয়।” জ্যোতি জানিয়েছিলেন, বাবার কথা রাখতেই তিনি পবনকে বিয়ে করেন। কিন্তু সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে।
শুধু তাই নয়, সম্পর্ক ভাঙলে অক্ষরাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকতে দেবেন না বলেও না কি হুঁশিয়ারি দিয়েছিলেন পবন। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। অভিযোগ এমনই। অক্ষরা-বিতর্কের পর মুখ খোলেন পবনের দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিং। তিনি প্রকাশ্যে জানান, “বিয়ের আগে কোনও কথাবার্তা হয়নি। মাত্র ২০ দিনের মধ্যে আমাদের বিয়ে হয়।” জ্যোতি জানিয়েছিলেন, বাবার কথা রাখতেই তিনি পবনকে বিয়ে করেন। কিন্তু সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে।
advertisement
6/8
জ্যোতির কথায়, “আমাদের সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছিল। কিন্তু বাড়ি থেকে আমাকে সব কিছু মানিয়ে চলার জন্য চাপ দেওয়া হত। অনেক কথা আছে। একদিন মিডিয়ার সামনে সব বলব।” দ্বিতীয় বিয়ের ঠিক পরই নববিবাহিত স্ত্রীকে ছেড়ে অক্ষরার কাছে চলে গিয়েছিলেন পবন। এ কথা জানিয়েছেন জ্যোতি স্বয়ং। তিনি বলেন, “বিয়ের পরই পবন আমাকে বলেছিলেন, একটা ছবির মহরত রয়েছে। যেতে হবে। পরে জানতে পারি, পুরো মিথ্যে কথা। তিনি অক্ষরার সঙ্গে পাটনায় গিয়েছিলেন।”
জ্যোতির কথায়, “আমাদের সম্পর্ক তলানিতে পৌঁছে গিয়েছিল। কিন্তু বাড়ি থেকে আমাকে সব কিছু মানিয়ে চলার জন্য চাপ দেওয়া হত। অনেক কথা আছে। একদিন মিডিয়ার সামনে সব বলব।” দ্বিতীয় বিয়ের ঠিক পরই নববিবাহিত স্ত্রীকে ছেড়ে অক্ষরার কাছে চলে গিয়েছিলেন পবন। এ কথা জানিয়েছেন জ্যোতি স্বয়ং। তিনি বলেন, “বিয়ের পরই পবন আমাকে বলেছিলেন, একটা ছবির মহরত রয়েছে। যেতে হবে। পরে জানতে পারি, পুরো মিথ্যে কথা। তিনি অক্ষরার সঙ্গে পাটনায় গিয়েছিলেন।”
advertisement
7/8
জ্যোতি জানান, পবন ফিরছেন না দেখে তাঁর মা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি এসে বলেন, “পবন এখনও কেন ফিরল না একবার ফোন করে দেখো।” তখন তিনি পবনকে ফোন করেন। কিন্তু ফোন ধরেন অক্ষরা। তিনি বলেন, “পবন খুব নেশা করেছেন। এখন ঘুমোচ্ছেন।” এরপর অক্ষরা জ্যোতিকে স্পষ্ট করে দেন, “পবন পরিবারের চাপে বিয়ে করেছে। কিন্তু স্ত্রী বলে আমাকেই মানে।”
জ্যোতি জানান, পবন ফিরছেন না দেখে তাঁর মা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি এসে বলেন, “পবন এখনও কেন ফিরল না একবার ফোন করে দেখো।” তখন তিনি পবনকে ফোন করেন। কিন্তু ফোন ধরেন অক্ষরা। তিনি বলেন, “পবন খুব নেশা করেছেন। এখন ঘুমোচ্ছেন।” এরপর অক্ষরা জ্যোতিকে স্পষ্ট করে দেন, “পবন পরিবারের চাপে বিয়ে করেছে। কিন্তু স্ত্রী বলে আমাকেই মানে।”
advertisement
8/8
প্রায় এক মাস বাড়ি ফেরেননি পবন। অক্ষরা তখন তিন মাসের গর্ভবতী। এ কথা অভিনেত্রী নিজেই পবনের দ্বিতীয় স্ত্রীকে জানিয়েছিলেন। জ্যোতি বলেছিলেন, “আমার কাছে তার রেকর্ডিং আছে।” বিয়ের কয়েক মাস পরই জ্যোতি স্বামীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনেন। তিনি বলেন, “পবন আমাকে মানসিকভাবে এতটাই নির্যাতন করতেন যে, আত্মহত্যা করার কথা ভেবেছিলাম। তিনি জোর করে আমার গর্ভপাত করান।”
প্রায় এক মাস বাড়ি ফেরেননি পবন। অক্ষরা তখন তিন মাসের গর্ভবতী। এ কথা অভিনেত্রী নিজেই পবনের দ্বিতীয় স্ত্রীকে জানিয়েছিলেন। জ্যোতি বলেছিলেন, “আমার কাছে তার রেকর্ডিং আছে।” বিয়ের কয়েক মাস পরই জ্যোতি স্বামীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনেন। তিনি বলেন, “পবন আমাকে মানসিকভাবে এতটাই নির্যাতন করতেন যে, আত্মহত্যা করার কথা ভেবেছিলাম। তিনি জোর করে আমার গর্ভপাত করান।”
advertisement
advertisement
advertisement