Man Urinates in Fear: মহিলার বাড়িতে ঢুকে তাকে শারীরিক হেনস্থা! স্বামী জেগে উঠতেই ভয়ে প্যান্টে প্রস্রাব ব্যক্তির, জানুন সেই ঘটনাটি

Last Updated:

Man Urinates in Fear: এরাক্কোদান আবিনরাজ, ২৬, তার প্রতিবেশীর বাড়িতে ঢুকে ৩৬ বছর বয়সী এক মহিলাকে শারীরিক হেনস্থা করেন৷ অভিযুক্ত এই কারণে শাস্তিও পেয়েছেন৷ জানুন ঘটনাটি...

মহিলার বাড়িতে ঢুকে তাকে শারীরিক হেনস্থা! স্বামী জেগে উঠতেই ভয়ে প্যান্টে প্রস্রাব ব্যক্তির, জানুন সেই ঘটনাটি AI Image
মহিলার বাড়িতে ঢুকে তাকে শারীরিক হেনস্থা! স্বামী জেগে উঠতেই ভয়ে প্যান্টে প্রস্রাব ব্যক্তির, জানুন সেই ঘটনাটি AI Image
সিঙ্গাপুর: একজন ভারতীয় নাগরিককে বুধবার সিঙ্গাপুরে সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ তার বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানি ও শারীরিক নিগ্রহের অভিযোগ প্রমাণিত হয়েছে৷
বছর ২৬-এর এরাক্কোদান আবিনরাজ নামের ওই ব্যক্তি তার প্রতিবেশীর বাড়িতে ঢুকে ৩৬ বছর বয়সী এক মহিলাকে শ্লীলতাহানি করেন৷
advertisement
জানা গিয়েছে, ওই মহিলা তার স্বামীর সঙ্গে মাস্টার বেডরুমে ঘুমাচ্ছিলেন, এবং তার মেয়ে অন্য একটি ঘরে ছিল৷ আবিনরাজ ২২ সেপ্টেম্বর সকাল ৪.৫০ টার দিকে ব্যালকনি দিয়ে বাড়িতে প্রবেশ করে৷ এরপর সে ঘরে ঢুকে ওই মহিলার অন্তর্বাস স্পর্শ করে৷ মহিলা তখন ঘুমােচ্ছিলেন।
advertisement
আঁতকে জেগে ওঠেন ওই মহিলা৷ তিনি অনুভব করেন কেউ তাকে স্পর্শ করছে৷ একটি চ্যানেল নিউজ এশিয়া রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্ত ওই মহিলার পাশে স্বামীকে শুয়ে থাকতে দেখে চমকে যান, এবং টর্চ লাইট নিয়েই ঠায় দাঁড়িয়ে থাকেন৷
advertisement
আতঙ্কে এরপর ওই মহিলা চিৎকার করে ওঠেন৷ তখন তার স্বামীও জেগে ওঠে৷ তিনি আবিনরাজের মুখোমুখি হন এবং তাকে ঘর ছেড়ে যেতে বলেন। এই সময় ওই অভিযুক্ত ভয়ে প্রস্রাব করেন এবং তাকে পুলিশ না ডাকতে অনুরোধ করেন।
ওই মহিলা এরপর পুলিশকে ফোন করেন এবং আবিনরাজ পুলিশ আসা পর্যন্ত ওই ঘরেই দাঁড়িয়ে ছিলেন৷ তারপর সে তার অনুপ্রবেশের কথা স্বীকারও করেন। তিনি এটাও বলেন যে, ওই মহিলাকে তিনি স্পর্শ করেননি৷ মিথ্যে কথা বলা হচ্ছে তার নামে৷
advertisement
এরপর পুলিশ তদন্ত চালাও ও অভিযুক্তকে গ্রেফতার করে৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Man Urinates in Fear: মহিলার বাড়িতে ঢুকে তাকে শারীরিক হেনস্থা! স্বামী জেগে উঠতেই ভয়ে প্যান্টে প্রস্রাব ব্যক্তির, জানুন সেই ঘটনাটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement