বিশ্বের সবচেয়ে একা গরিলাকে চেনেন? ৩০ বছর ধরে শপিংমলের খাঁচায় বন্দি এই বন্য পশু

Last Updated:

গত ৩০ বছর ধরে একটি শপিংমলের খাঁচায় বন্ধ করে রাখা হয়েছে এক গরিলাকে ।

#নয়াদিল্লি: যদি আমাদেরকে ছোট বয়সেই নিজের পরিবারের থেকে আলাদা করা হয় তবে আমাদের কেমন লাগবে?  ঠিক যতটা খারাপ লাগবে। ততটাই খারাপ অন্য প্রাণীদেরও লাগে। একবার ভাবুন তো, যদি কোনও বন্য পশুকে ১ বছর বয়স নিজের থেকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখা হয়।তবে তার মনের পরিস্থিতি কী হবে ?
ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। গত ৩০ বছর ধরে একটি শপিংমলের খাঁচায় বন্ধ করে রাখা হয়েছে এক গরিলাকে । অডিটি সেন্ট্রাল ওয়েবসাইট অনুযায়ী, গত ৩৩ বছর ধরে বুয়া নই নামে একটি মহিলা গরিলা থাইল্যান্ডের ব্যাংককে বন্দি রয়েছে । পাটা পিঙ্কলাও ডিপার্টমেন্ট স্টোর ব্যাংককের প্রাচীনতম মল। এই  শপিংমলেরই সপ্তম তলায় একটি ছোট চিড়িয়াখানা রয়েছে ।সেখানেই খাঁটায় বন্দি রয়েছে বুয়া ।  গরিলার বয়স যখন ১ বছর তখনই তাকে এই চিড়িয়াখানায় আনা হয় । এবং তারপর থেকেই খাঁচায় বন্দি বুয়া নই ।
advertisement
advertisement
এই অদ্ভুত চিড়িয়াখানা থেকে বুয়াকে বের করার জন্য অনেক প্রয়াস করা হয়েছে । অনেক অ্যাক্টিভিস্ট ,পেটা বুয়াকে বের করার জন্য প্রচেষ্টা করেছে  । কিন্তু, কিছুতেই বুয়াকে মুক্ত করা যায়নি । কারণ বুয়াকে চিড়িয়াখানার মালিক তখন কিনেছিলেন যখন অবলুপ্ত প্রাণী কেনায় কোনও বিধি নিষেধ ছিল না । তাই এখন বুয়া তার মালিকেরই ব্যক্তিগত সম্পত্তি । যতদিন না তিনি নিজে বুয়াকে মুক্ত করছেন ততদিন পর্যন্ত তাকে মুক্ত করা যাবে না ।
advertisement
কিন্তু বুয়াকে কোনও মতেই ছাড়তে চান না চিড়িয়াখানর মালিক ।  তাঁর  দাবি তিনি খুব ভাল ভাবেই যত্ন নেন বুয়ার । 'এই চিড়িয়াখানাতে বুয়ার কোনও শারীরিক বা মানসিক সমস্যা হওয়ার কথা নয় ।   বুয়া নোয়া শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ ।এবং চিড়িয়াখানাই এখন তার বাড়ি।' বুয়ার মালিক আরও জানিয়েছেন , 'যারা মনে করছেন বুয়া ভাল নেই বা বুয়ার মন খারাপ তারা কাছের থেকে বুয়াকে চেনেন না । কিন্তু যদি কাছের থেকে বুয়াকে দেখেন তাহলে বুঝবেন যে বুয়া এখানে কতটা ভাল আছে । '
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিশ্বের সবচেয়ে একা গরিলাকে চেনেন? ৩০ বছর ধরে শপিংমলের খাঁচায় বন্দি এই বন্য পশু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement