ফেয়ারওয়েলের অনুষ্ঠানে নেচে মঞ্চে আগুন ধরিয়ে দিলেন ছাত্রীরা ! ভাইরাল ভিডিও-য় মিলল ৩ কোটিরও বেশি ভিউ, অথচ কমেন্ট সেকশন বন্ধ রাখতে বাধ্য হলেন পোস্টদাতা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Girls Dance in Farewell Viral Video: ফ্রেশার্স বা নবীণবরণের অনুষ্ঠান হোক, কিংবা ফেয়ারওয়েলের অনুষ্ঠানই হোক অথবা অন্য যে কোনও রকম অনুষ্ঠানই হোক, তাতে কলেজ পড়ুয়াদের নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার সুযোগ থাকে।
এমনিতে কলেজের অনুষ্ঠানে নিজেদের প্রতিভা প্রদর্শন করার দারুণ সুযোগ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা। ফ্রেশার্স বা নবীণবরণের অনুষ্ঠান হোক, কিংবা ফেয়ারওয়েলের অনুষ্ঠানই হোক অথবা অন্য যে কোনও রকম অনুষ্ঠানই হোক, তাতে কলেজ পড়ুয়াদের নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার সুযোগ থাকে। এদিকে কলেজে ফেয়ারওয়েল অনুষ্ঠানে কিছু ছাত্রীর নাচের দুর্ধর্ষ পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। শাড়ি পরে নাচ করে মঞ্চে রীতিমতো আগুন ধরিয়ে দিলেন কিছু ছাত্রী। অনেকেই বলছেন যে, কোনও অংশে ছবির নায়িকাদের থেকে কিছু কম যান না তাঁরা।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী Hardik Talwar (@hk_talwar29) উত্তর প্রদেশের নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা এক লক্ষেরও বেশি। সোশ্যাল মিডিয়াতেও হামেশাই নাচের ভিডিও পোস্ট করতে দেখা যায় তাঁকে। মে মাস নাগাদ তাঁদের কলেজে অনুষ্ঠিত একটি ফেয়ারওয়েল অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছিলেন। জানা গিয়েছে যে, অ্যামিটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করেন তিনি।
advertisement
advertisement
দুর্ধর্ষ নাচ:
ফেয়ারওয়েলের অনুষ্ঠানে ওই ছাত্রী নিজে এবং তাঁর কিছু বন্ধু মিলে মঞ্চে ফাটাফাটি নাচের পারফরম্যান্স দিয়েছেন। আর সকলেই তাঁদের সেই নাচে মুগ্ধ হয়েছেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও নেতিবাচক মন্তব্যও এসেছে কমেন্ট বক্সে। ফলে সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন পোস্টদাত্রী। ভিডিওটিতে আজাদ ছবিতে অভিনেত্রী রাশা থাদানির উই আম্মা গানে নেচে রীতিমতো মঞ্চে আগুন ধরিয়ে দিতে দেখা যায় ওই ক্রিয়েটরকে। এমনিতে বেশ জনপ্রিয় নাচের গান এটি। তার আগেও অবশ্য এই গানে নাচের প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
ইন্টারনেটে নাচের ভিডিও ভাইরাল:
হার্দিক নামে ওই কন্টেন্ট ক্রিয়েটরের বিষয়ে বলতে গেলে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। হামেশাই নাচ করতে দেখা যায়। আর নাচের সেই সমস্ত ভিডিও পোস্টও করেন নিজের অ্যাকাউন্টে। ওই অনুষ্ঠানের আরও নানা ভিডিও তিনি পোস্ট করেছেন। যা হু-হু করে ভাইরাল হয়ে গিয়েছে। একটি ভিডিও-য় সামন্থা প্রভুর জনপ্রিয় ও অন্তাওয়া মাওয়া গানে নাচতে দেখা গিয়েছে ওই ছাত্রীকে। সেই ভিডিওতেও প্রচুর ভালবাসা দিয়েছেন নেটিজেনরা। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ভিডিওটির ভিউ ৫০ লক্ষ পার করেছে। নিজেদের বিশ্ববিদ্যালয়ের ফেয়ারওয়েল অনুষ্ঠানের একাধিক ভিডিও তিনি পোস্ট করেছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 2:04 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ফেয়ারওয়েলের অনুষ্ঠানে নেচে মঞ্চে আগুন ধরিয়ে দিলেন ছাত্রীরা ! ভাইরাল ভিডিও-য় মিলল ৩ কোটিরও বেশি ভিউ, অথচ কমেন্ট সেকশন বন্ধ রাখতে বাধ্য হলেন পোস্টদাতা