নায়কের মতোই পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী, তা-ও একটা আইটেম গানের জন্য ! এই নায়িকার স্টারডম পিছনে ফেলে দেবে সকলকে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Lead Actress Special Song: বলাই বাহুল্য যে, এই গানগুলির প্রত্যেকটাই সুপারহিট হয়েছে। তবে এবার ইন্ডাস্ট্রির অন্দরে একটা খবর ভেসে বেড়াচ্ছে, যা শুনে ক্রমেই চড়ছে ভক্তদের উত্তেজনার পারদ।
যে কোনও বাণিজ্যিক ছবির প্রাণ হল আইটেম গান। এই ধরনের গান সাধারণত বেশ হিট হয়। যেমন আইটেম গানের জন্য ‘পুষ্পা’ ছবিতে সামন্থা রুথ প্রভু, ‘জেলার’ ছবিতে তমান্না ভাটিয়া এবং ‘কুলি’ ছবিতে পূজা হেগড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন। বলাই বাহুল্য যে, এই গানগুলির প্রত্যেকটাই সুপারহিট হয়েছে। তবে এবার ইন্ডাস্ট্রির অন্দরে একটা খবর ভেসে বেড়াচ্ছে, যা শুনে ক্রমেই চড়ছে ভক্তদের উত্তেজনার পারদ। আসলে শোনা যাচ্ছে যে, একজন অভিনেত্রী একটি আইটেম গানের জন্য এত পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন যে, তা এক জনপ্রিয় অভিনেতার পারিশ্রমিকের সমান।
advertisement
আসলে এ নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, এক জনপ্রিয় অভিনেতা একটা গোটা ছবিতে অভিনয় করার জন্য যে বেতন বা পারিশ্রমিক নেন, সেই পুরো পরিমাণটাই একটামাত্র আইটেম গানের জন্য নিয়েছেন এক অভিনেত্রী। যদিও দক্ষিণী ওই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন না সেই অভিনেত্রী। বরং অন্য এক অভিনেত্রীকে দেখা যাবে নায়িকার ভূমিকায়।
advertisement
এমনিতে ছবির আইটেম গান বরাবরই হিট হয়। সেই কারণে ছবিতে আইটেম গান রাখা হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, ‘স্ত্রী ২’ ছবিতে ‘আজ কি রাত’ গানে তমান্না ভাটিয়ার দুর্ধর্ষ নাচের কথা। আবার ‘জেলার’ ছবিতেও দারুণ একটি আইটেম গানেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আবার ‘কুলি’ ছবিতে একটি আইটেম গানে নাচ করতে দেখা গিয়েছিল পূজা হেগড়েকে।
advertisement
advertisement
তেলুগু ওই ছবি পরিচালনা করেছেন বুচি বাবু। ছবিতে অভিনয় করছেন সুপারস্টার রামচরণ। আর ছবির সঙ্গীত পরিচালনা করছেন এআর রহমান। যদিও প্যান ইন্ডিয়া ছবি হিসেবেই এটি তৈরি করা হয়েছে। তবে ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন যে, এই ‘পেট্টি’ ছবিতে একটি বিশেষ গানে নাচ করবেন সামন্থা। আপাতত অভিনেত্রীর সঙ্গে কথাবার্তা চলছে। যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা এই বিষয়ে করা হয়নি।
advertisement