F-35, SU-57 নয়... ভারতীয় বিমানবাহিনী এই শক্তিশালী যুদ্ধবিমানের অর্ডার দিচ্ছে, নাম শুনলেই কাঁপছে শত্রুরা !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Rafale Fighter Jets: ভারতীয় বিমানবাহিনী ফাইটার স্কোয়াড্রনের ঘাটতি পূরণের জন্য MRFA প্রকল্পের আওতায় আরও রাফাল যুদ্ধবিমান দাবি করছে।
শক্তি যে কারও চেয়ে ন্যূনতম নয়, সে কথা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে ভারত। পাকিস্তান ভারতের আকাশ শক্তি দেখেছে অসহায় এক বিস্ময়ে আর বিহ্বলতায়। তার একের পর এক জঙ্গিঘাঁটি, বিমানঘাঁটি তছনছ করে দিয়েছে ভারত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হানার প্রতিশোধের প্রেক্ষাপটে, অপারেশন সিঁদুর এর একটি বড় উদাহরণ। বিশ্ব সময়ে সময়ে দেখেছে ভারতীয় বিমানবাহিনী কতটা শক্তিশালী। তবে, এটাও সত্য যে ভারতীয় বিমানবাহিনী এখনও যুদ্ধবিমানের ঘাটতির পূরণ করার লক্ষ্যে লড়াই করছে। এটা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না যে, ভারতীয় বিমানবাহিনীর শক্তি অতুলনীয়। তবে ভারতীয় বিমানবাহিনী তাদের শক্তি আরও বাড়ানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে। সত্যি কথা বলতে কী, এর প্রয়োজনও রয়েছে। আধুনিক বিশ্বে প্রযুক্তির যুগে যুদ্ধের ধরন এখন আগের চেয়ে পুরোপুরি বদলে গিয়েছে বললে খুব একটা ভুল হবে না। এখন আর স্থলপথে নয়, যুদ্ধের বেশিরভাগটাই চলে আকাশপথে, এয়ার টু এয়ার মিসাইল এই ধরনের যুদ্ধে এক বড় ভূমিকা পালন করে থাকে।
advertisement
তাছাড়া, পাকিস্তানকে না হয় জুতসই জবাব দেওয়া গিয়েছে, কিন্তু আক্রমণের আশঙ্কা এখনও একেবারে দূর হয়ে যায়নি। চিনের সমর্থন বরাবরই পাকিস্তানের দিকে, তারা পাকিস্তানকে অস্ত্রও সরবরাহ করছে। সম্প্রতি আবার মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের উপরে চাপিয়ে দিয়েছেন ৫০ শতাংশ বাণিজ্য শুল্ক, তাঁর এই কোণঠাসা করা শুল্ক নীতি দুই দেশের মধ্যে কিছুটা হলেও তিক্ততা সৃষ্টি করেছে তো বটেই! ফলে, এ হেন ভূরাজনৈতিক উত্তজেনার সময়ে ভারতের বিমানবহর সব দিক থেকেই অতুলনীয় হওয়া প্রয়োজন। সেই জন্যই এখন ভারতের নজর রাফালের দিকে, F-35 বা SU-57-এর দিকে নয়। ভারতীয় বিমানবাহিনী ফাইটার স্কোয়াড্রনের ঘাটতি পূরণের জন্য MRFA প্রকল্পের আওতায় আরও রাফাল যুদ্ধবিমান দাবি করছে।