বিবাহবিচ্ছেদের পরে প্রাক্তন স্ত্রী-কে হরিদ্বারে দর্শন করাতে নিয়ে গিয়েছিল স্বামী, তারপরে এক ধাক্কা...! তাতেই সব শেষ; আপাতত শ্রীঘরে ঠাঁই যুবকের

Last Updated:

Ghaziabad News : বেশ কয়েক দিন ধরে উত্তর প্রদেশের গাজিয়াবাদের মোদিনগর থেকে নিখোঁজ হয়েছিলেন তরুণী। এরপর তাঁর দেহ উদ্ধার হয়েছিল হরিদ্বার থেকে। সেই ঘটনাতেই এল চাঞ্চল্যকর মোড়।

বিবাহবিচ্ছেদের পরে প্রাক্তন স্ত্রী-কে হরিদ্বারে দর্শন করাতে নিয়ে গিয়েছিল স্বামী
বিবাহবিচ্ছেদের পরে প্রাক্তন স্ত্রী-কে হরিদ্বারে দর্শন করাতে নিয়ে গিয়েছিল স্বামী
রোহিত সিং, গাজিয়াবাদ: বেশ কয়েক দিন ধরে উত্তর প্রদেশের গাজিয়াবাদের মোদিনগর থেকে নিখোঁজ হয়েছিলেন তরুণী। এরপর তাঁর দেহ উদ্ধার হয়েছিল হরিদ্বার থেকে। সেই ঘটনাতেই এল চাঞ্চল্যকর মোড়। আসলে ওই তরুণীকে খুনের অভিযোগের তির তাঁর স্বামীর দিকেই।
আসলে নিখোঁজ তরুণীর বাড়ির লোকের সন্দেহ গিয়ে পড়েছিল তাঁর স্বামীর উপরেই। কিন্তু পুলিশকে জানানো হলেও তাতে পাত্তা দেয়নি পুলিশ। এখন অভিযুক্ত স্বামী এই অপরাধের কথা কবুল করায় পরিবারের রাগ চরমে পৌঁছে গিয়েছে। আসলে সূত্রের খবর অনুযায়ী, গাজিয়াবাদের মোদিনগরের বাসিন্দা মধু শর্মা বেশ কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় তরুণীর পরিবারের তরফে। মধুর স্বামী বীরেন্দ্র ওরফে সোনুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তাঁরা। তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ যে, বীরেন্দ্র অন্য এক মহিলাকে বিয়ে করেছিল। অথচ দ্বিতীয় বিয়ে করার আগে মধুকে বিবাহবিচ্ছেদ পর্যন্ত দেয়নি। এখন এদিকে তাদের পরিবারের কন্যা আচমকাই উধাও হয়ে গিয়েছেন।
advertisement
advertisement
মধুর পরিবার অভিযোগ দায়ের সত্ত্বেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেনি। এরপর হরিদ্বার থেকে মধু শর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশি তদন্ত থেকে জানা গিয়েছে যে, মধুকে খুন করেছে তাঁর স্বামীই। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বীরেন্দ্র এই অপরাধের কথা কবুল করে নিয়েছে। অভিযুক্ত এ-ও জানিয়েছে যে, ২০০২ সালে মধুর সঙ্গে বিয়ে হয়েছিল তার। কিন্তু এর বছর দুয়েক পরে পথ আলাদা হয়েছিল মধু এবং বীরেন্দ্রর। ২০১৪ সাল থেকে আদালতে এই বিবাহবিচ্ছেদের মামলা চলছে। সম্প্রতি আদালত এই বিবাহবিচ্ছেদের অনুমোদন দিয়েছে। সেই সঙ্গে বীরেন্দ্রর উদ্দেশ্যে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশও দেওয়া হয়েছিল আদালতের তরফে।
advertisement
পুলিশের কাছে বীরেন্দ্র জানিয়েছে যে, হরিদ্বারে মন্দির দর্শন করানোর জন্য মধুকে নিয়ে গিয়েছিল সে। সেখানে সুযোগটা হাতে চলে এসেছিল তার। এরপরেই মাথায় খেলে গিয়েছিল এক বুদ্ধি। তাই যেমন ভাবে, তেমনই কাজ! মধুকে খাদে ধাক্কা মেরে ফেলে দেয় সে। এরপর পাথরের আড়ালে মধুর দেহ লুকিয়ে ফেলে সে। আর মধুকে খুন করেই সেখান থেকে পালিয়েও যায় অভিযুক্ত বীরেন্দ্র। কিন্তু তাতেও অবশ্য লাভ হয়নি। পুলিশ গ্রেফতার করে তাকে।
advertisement
মোদিনগর এসিপি জ্ঞান প্রকাশ রাই বলেন যে, মধু শর্মার নিখোঁজ হওয়ার খবর পেয়েছিল পুলিশ। সেই বিষয়ে অভিযোগও দায়ের হয়েছিল। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত বীরেন্দ্র নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। সে মধুকে হরিদ্বারে নিয়ে গিয়েছিল। এরপর তাঁকে খুন করে দেহ লোপাট করে দেয় অভিযুক্ত। অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিবাহবিচ্ছেদের পরে প্রাক্তন স্ত্রী-কে হরিদ্বারে দর্শন করাতে নিয়ে গিয়েছিল স্বামী, তারপরে এক ধাক্কা...! তাতেই সব শেষ; আপাতত শ্রীঘরে ঠাঁই যুবকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement