বৃন্দাবনের সন্ত প্রেমানন্দ মহারাজের উপর বেজায় খাপ্পা মথুরাবাসী! গভীর রাতে অত্যাচারের অভিযোগ তুলে DM-এর দ্বারস্থ স্থানীয়রা, কিন্তু আচমকা কী এমন ঘটল?

Last Updated:
Premanand Maharaj controversy: সম্প্রতি একদিন রাতে কিছু প্রতিবাদকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল প্রেমানন্দ মহারাজের অনুগামীরা। আর সেই ঘটনা নিয়েই এখন মথুরা তথা গোটা দেশে শুরু হয়েছে জোর চর্চা।
1/5
Report-Nitin Gautam: আজকের দিনে প্রেমানন্দ মহারাজকে কে না চেনেন! বৃন্দাবনের এই সন্তের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন। আর দূরদূরান্ত পর্যন্ত থেকে এই প্রেমানন্দ মহারাজের নামডাক ছড়িয়ে পড়েছে। অথচ এই সন্তের প্রতি ক্ষুব্ধ খোদ মথুরার বাসিন্দারা। এমনকী তাঁরা জেলাশাসকের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। আসলে মথুরাবাসীর নালিশ, প্রেমানন্দ মহারাজের কারণেই তাঁদের রাতের ঘুম খোওয়া গিয়েছে।
Report-Nitin Gautam: আজকের দিনে প্রেমানন্দ মহারাজকে কে না চেনেন! বৃন্দাবনের এই সন্তের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন। আর দূরদূরান্ত পর্যন্ত থেকে এই প্রেমানন্দ মহারাজের নামডাক ছড়িয়ে পড়েছে। অথচ এই সন্তের প্রতি ক্ষুব্ধ খোদ মথুরার বাসিন্দারা। এমনকী তাঁরা জেলাশাসকের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন। আসলে মথুরাবাসীর নালিশ, প্রেমানন্দ মহারাজের কারণেই তাঁদের রাতের ঘুম খোওয়া গিয়েছে।
advertisement
2/5
এরপরে সম্প্রতি একদিন রাতে কিছু প্রতিবাদকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল প্রেমানন্দ মহারাজের অনুগামীরা। আর সেই ঘটনা নিয়েই এখন মথুরা তথা গোটা দেশে শুরু হয়েছে জোর চর্চা। তাহলে জেনে নেওয়া যাক গোটা বিষয়টা।
এরপরে সম্প্রতি একদিন রাতে কিছু প্রতিবাদকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিল প্রেমানন্দ মহারাজের অনুগামীরা। আর সেই ঘটনা নিয়েই এখন মথুরা তথা গোটা দেশে শুরু হয়েছে জোর চর্চা। তাহলে জেনে নেওয়া যাক গোটা বিষয়টা।
advertisement
3/5
সূত্রের খবর অনুযায়ী, বৃন্দাবনের সন্ত প্রেমানন্দ মহারাজ গভীর রাতে পরিদর্শনে বেরিয়েছিলেন। আর তার জেরে তারস্বরে গান বাজছিল। আর সজোরে আতসবাজিও ফাটছিল। এই ঘটনার জেরে রেগে আগুন হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এমনকী সুনরাখ মার্গ এলাকার এনআরআই গ্রিন কলোনির বাসিন্দারা ওই রাতেই একটি বৈঠক করেছিলেন। গান বাজানো এবং আতসবাজি পোড়ানোর উপর এক নিষেধাজ্ঞা জারি করেন প্রত্যেকেই। আচমকাই সেখানে পৌঁছে যান সন্ত প্রেমানন্দ মহারাজের কিছু ভক্ত। আর তাঁরা প্রতিবাদকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সূত্রের খবর অনুযায়ী, বৃন্দাবনের সন্ত প্রেমানন্দ মহারাজ গভীর রাতে পরিদর্শনে বেরিয়েছিলেন। আর তার জেরে তারস্বরে গান বাজছিল। আর সজোরে আতসবাজিও ফাটছিল। এই ঘটনার জেরে রেগে আগুন হয়ে যান স্থানীয় বাসিন্দারা। এমনকী সুনরাখ মার্গ এলাকার এনআরআই গ্রিন কলোনির বাসিন্দারা ওই রাতেই একটি বৈঠক করেছিলেন। গান বাজানো এবং আতসবাজি পোড়ানোর উপর এক নিষেধাজ্ঞা জারি করেন প্রত্যেকেই। আচমকাই সেখানে পৌঁছে যান সন্ত প্রেমানন্দ মহারাজের কিছু ভক্ত। আর তাঁরা প্রতিবাদকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
advertisement
4/5
বলে রাখা ভাল যে, দেবী রাধার নাম প্রচার করার জন্য আজকাল সংবাদ শিরোনামে রয়েছেন সন্ত প্রেমানন্দ মহারাজ। রাত দু’টো নাগাদ নিজের ছাটিকারা রোডের বাসভবন থেকে বেরিয়ে পরিক্রমা মার্গের রাধা কালী কুঞ্জ আশ্রমের দিকে হেঁটে যাত্রা করেছিলেন তিনি। সেই সময় তাঁর ভক্তরা রাস্তার উপরেই ফুল এবং রঙ জড়ো করে রঙ্গোলি দিতে শুরু করেন। রাত থেকেই বন্ধ করে দেওয়া হয় রাস্তা। শুধু তা-ই নয়, তাঁর হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। পুরোদমে ভজন-কীর্তন চলছিল। বড় বড় সাউন্ড সিস্টেমে বাজছিল গান। গভীর রাতে এর জেরে চরম বিপাকের মুখে পড়তে হয়েছিল এলাকার বাসিন্দাদের।
বলে রাখা ভাল যে, দেবী রাধার নাম প্রচার করার জন্য আজকাল সংবাদ শিরোনামে রয়েছেন সন্ত প্রেমানন্দ মহারাজ। রাত দু’টো নাগাদ নিজের ছাটিকারা রোডের বাসভবন থেকে বেরিয়ে পরিক্রমা মার্গের রাধা কালী কুঞ্জ আশ্রমের দিকে হেঁটে যাত্রা করেছিলেন তিনি। সেই সময় তাঁর ভক্তরা রাস্তার উপরেই ফুল এবং রঙ জড়ো করে রঙ্গোলি দিতে শুরু করেন। রাত থেকেই বন্ধ করে দেওয়া হয় রাস্তা। শুধু তা-ই নয়, তাঁর হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। পুরোদমে ভজন-কীর্তন চলছিল। বড় বড় সাউন্ড সিস্টেমে বাজছিল গান। গভীর রাতে এর জেরে চরম বিপাকের মুখে পড়তে হয়েছিল এলাকার বাসিন্দাদের।
advertisement
5/5
বিপাকে এলাকাবাসী: স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে মানুষ যখন ঘুমোচ্ছেন, তখন এই ধরনের কাজ করা একেবারেই ঠিক নয়। কারণ বয়স্ক মানুষরা অসুস্থ। আবার অন্যদিকে সকাল সকাল স্কুলে যেতে হয় বাচ্চাদের। ফলে তাঁদের এই সমস্ত কাজের জেরে নানাবিধ অসুবিধার মুখে পড়তে হয় তাঁদেরও। আর রাস্তা বন্ধ করে এই সব কর্মকাণ্ড হওয়ার ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে জরুরিকালীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। সেই কারণে সন্ত প্রেমানন্দের ভক্তদের এহেন কার্যকলাপ বন্ধ করার জন্যই ওই কলোনির বাসিন্দারা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, যাতে এলাকাবাসীকে কোনও রকম অসুবিধার মুখে পড়তে না হয়।
বিপাকে এলাকাবাসী: স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে মানুষ যখন ঘুমোচ্ছেন, তখন এই ধরনের কাজ করা একেবারেই ঠিক নয়। কারণ বয়স্ক মানুষরা অসুস্থ। আবার অন্যদিকে সকাল সকাল স্কুলে যেতে হয় বাচ্চাদের। ফলে তাঁদের এই সমস্ত কাজের জেরে নানাবিধ অসুবিধার মুখে পড়তে হয় তাঁদেরও। আর রাস্তা বন্ধ করে এই সব কর্মকাণ্ড হওয়ার ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে জরুরিকালীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। সেই কারণে সন্ত প্রেমানন্দের ভক্তদের এহেন কার্যকলাপ বন্ধ করার জন্যই ওই কলোনির বাসিন্দারা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, যাতে এলাকাবাসীকে কোনও রকম অসুবিধার মুখে পড়তে না হয়।
advertisement
advertisement
advertisement