ব্লাউজ নেই, বাইসেপ্সে পিছলে যাচ্ছে আলো! গা ভর্তি গয়না, 'বডিবিল্ডার' কনেকে দেখে হতবাক সবাই! ভিডিও দেখলে আপনিও চমকাবেন

Last Updated:

Bride: ঐতিহ্যবাহী হলুদ ও নীল রঙের কাঞ্জিবরম শাড়িতে নিজস্ব শক্তিশালী চেহারা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন চিত্রা। বিশেষত্ব হল, তিনি শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি। বরং ঐতিহ্যবাহী গয়না—কোমরবন্ধ, মাঙ্গটিকা, কানের দুল এবং চুড়ি পরে নিজেকে সাজিয়েছিলেন।

কর্ণাটকের বডিবিল্ডার চিত্রা পুরুষোত্তমের বিয়ের লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঐতিহ্যবাহী শাড়িতে ব্লাউজ ছাড়াই গয়না পরে নিজেকে সাজিয়েছেন তিনি। ভিডিওটি ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
কর্ণাটকের বডিবিল্ডার চিত্রা পুরুষোত্তমের বিয়ের লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঐতিহ্যবাহী শাড়িতে ব্লাউজ ছাড়াই গয়না পরে নিজেকে সাজিয়েছেন তিনি। ভিডিওটি ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
প্রথা ও শক্তির এক অনন্য সংমিশ্রণ! কর্ণাটকের বডিবিল্ডার ও ফিটনেস প্রশিক্ষক চিত্রা পুরুষোত্তম তাঁর বিয়ের লুকের ভিডিও শেয়ার করতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ঐতিহ্যবাহী হলুদ ও নীল রঙের কাঞ্জিবরম শাড়িতে নিজস্ব শক্তিশালী চেহারা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন চিত্রা। বিশেষত্ব হল, তিনি শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি। বরং ঐতিহ্যবাহী গয়না—কোমরবন্ধ, মাঙ্গটিকা, কানের দুল এবং চুড়ি পরে নিজেকে সাজিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
মেকআপেও ছিল আকর্ষণীয় শৈলী—লাল লিপস্টিক, উইংড আইলাইনার এবং জুঁই ফুলে সাজানো চুলে নজর কেড়েছেন তিনি। ভিডিওতে নিজের বাইসেপ ফ্লন্ট করতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লিখেছেন, “মাইন্ডসেট ইজ এভরিথিং” (মনোভাবই আসল)।
advertisement
এই ভিডিওটি ইতিমধ্যেই ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ইনস্টাগ্রামে চিত্রার ১.৩৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তিনি বহু বিউটি পেজেন্টে অংশ নিয়ে ‘মিস ইন্ডিয়া ফিটনেস’, ‘মিস ওয়েলনেস’, ‘মিস সাউথ ইন্ডিয়া’ এবং ‘মিস কর্ণাটকা’-সহ একাধিক খেতাব জয় করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চিত্রা পুরুষোত্তম তাঁর দীর্ঘদিনের প্রেমিক কিরণ রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ব্লাউজ নেই, বাইসেপ্সে পিছলে যাচ্ছে আলো! গা ভর্তি গয়না, 'বডিবিল্ডার' কনেকে দেখে হতবাক সবাই! ভিডিও দেখলে আপনিও চমকাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement