ব্লাউজ নেই, বাইসেপ্সে পিছলে যাচ্ছে আলো! গা ভর্তি গয়না, 'বডিবিল্ডার' কনেকে দেখে হতবাক সবাই! ভিডিও দেখলে আপনিও চমকাবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Bride: ঐতিহ্যবাহী হলুদ ও নীল রঙের কাঞ্জিবরম শাড়িতে নিজস্ব শক্তিশালী চেহারা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন চিত্রা। বিশেষত্ব হল, তিনি শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি। বরং ঐতিহ্যবাহী গয়না—কোমরবন্ধ, মাঙ্গটিকা, কানের দুল এবং চুড়ি পরে নিজেকে সাজিয়েছিলেন।
প্রথা ও শক্তির এক অনন্য সংমিশ্রণ! কর্ণাটকের বডিবিল্ডার ও ফিটনেস প্রশিক্ষক চিত্রা পুরুষোত্তম তাঁর বিয়ের লুকের ভিডিও শেয়ার করতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ঐতিহ্যবাহী হলুদ ও নীল রঙের কাঞ্জিবরম শাড়িতে নিজস্ব শক্তিশালী চেহারা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন চিত্রা। বিশেষত্ব হল, তিনি শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি। বরং ঐতিহ্যবাহী গয়না—কোমরবন্ধ, মাঙ্গটিকা, কানের দুল এবং চুড়ি পরে নিজেকে সাজিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
মেকআপেও ছিল আকর্ষণীয় শৈলী—লাল লিপস্টিক, উইংড আইলাইনার এবং জুঁই ফুলে সাজানো চুলে নজর কেড়েছেন তিনি। ভিডিওতে নিজের বাইসেপ ফ্লন্ট করতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লিখেছেন, “মাইন্ডসেট ইজ এভরিথিং” (মনোভাবই আসল)।
advertisement
এই ভিডিওটি ইতিমধ্যেই ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ইনস্টাগ্রামে চিত্রার ১.৩৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তিনি বহু বিউটি পেজেন্টে অংশ নিয়ে ‘মিস ইন্ডিয়া ফিটনেস’, ‘মিস ওয়েলনেস’, ‘মিস সাউথ ইন্ডিয়া’ এবং ‘মিস কর্ণাটকা’-সহ একাধিক খেতাব জয় করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চিত্রা পুরুষোত্তম তাঁর দীর্ঘদিনের প্রেমিক কিরণ রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
view commentsLocation :
Karnataka
First Published :
March 07, 2025 5:41 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ব্লাউজ নেই, বাইসেপ্সে পিছলে যাচ্ছে আলো! গা ভর্তি গয়না, 'বডিবিল্ডার' কনেকে দেখে হতবাক সবাই! ভিডিও দেখলে আপনিও চমকাবেন