ব্লাউজ নেই, বাইসেপ্সে পিছলে যাচ্ছে আলো! গা ভর্তি গয়না, 'বডিবিল্ডার' কনেকে দেখে হতবাক সবাই! ভিডিও দেখলে আপনিও চমকাবেন

Last Updated:

Bride: ঐতিহ্যবাহী হলুদ ও নীল রঙের কাঞ্জিবরম শাড়িতে নিজস্ব শক্তিশালী চেহারা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন চিত্রা। বিশেষত্ব হল, তিনি শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি। বরং ঐতিহ্যবাহী গয়না—কোমরবন্ধ, মাঙ্গটিকা, কানের দুল এবং চুড়ি পরে নিজেকে সাজিয়েছিলেন।

কর্ণাটকের বডিবিল্ডার চিত্রা পুরুষোত্তমের বিয়ের লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঐতিহ্যবাহী শাড়িতে ব্লাউজ ছাড়াই গয়না পরে নিজেকে সাজিয়েছেন তিনি। ভিডিওটি ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
কর্ণাটকের বডিবিল্ডার চিত্রা পুরুষোত্তমের বিয়ের লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঐতিহ্যবাহী শাড়িতে ব্লাউজ ছাড়াই গয়না পরে নিজেকে সাজিয়েছেন তিনি। ভিডিওটি ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।
প্রথা ও শক্তির এক অনন্য সংমিশ্রণ! কর্ণাটকের বডিবিল্ডার ও ফিটনেস প্রশিক্ষক চিত্রা পুরুষোত্তম তাঁর বিয়ের লুকের ভিডিও শেয়ার করতেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ঐতিহ্যবাহী হলুদ ও নীল রঙের কাঞ্জিবরম শাড়িতে নিজস্ব শক্তিশালী চেহারা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরেন চিত্রা। বিশেষত্ব হল, তিনি শাড়ির সঙ্গে ব্লাউজ পরেননি। বরং ঐতিহ্যবাহী গয়না—কোমরবন্ধ, মাঙ্গটিকা, কানের দুল এবং চুড়ি পরে নিজেকে সাজিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
মেকআপেও ছিল আকর্ষণীয় শৈলী—লাল লিপস্টিক, উইংড আইলাইনার এবং জুঁই ফুলে সাজানো চুলে নজর কেড়েছেন তিনি। ভিডিওতে নিজের বাইসেপ ফ্লন্ট করতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লিখেছেন, “মাইন্ডসেট ইজ এভরিথিং” (মনোভাবই আসল)।
advertisement
এই ভিডিওটি ইতিমধ্যেই ৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ইনস্টাগ্রামে চিত্রার ১.৩৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তিনি বহু বিউটি পেজেন্টে অংশ নিয়ে ‘মিস ইন্ডিয়া ফিটনেস’, ‘মিস ওয়েলনেস’, ‘মিস সাউথ ইন্ডিয়া’ এবং ‘মিস কর্ণাটকা’-সহ একাধিক খেতাব জয় করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চিত্রা পুরুষোত্তম তাঁর দীর্ঘদিনের প্রেমিক কিরণ রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ব্লাউজ নেই, বাইসেপ্সে পিছলে যাচ্ছে আলো! গা ভর্তি গয়না, 'বডিবিল্ডার' কনেকে দেখে হতবাক সবাই! ভিডিও দেখলে আপনিও চমকাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement