ধুলো পড়ে 'বেহাল' সিলিং ফ্যান? 'মই' ছাড়াই এই উপায়ে ৫ মিনিটে পরিষ্কার করুন...ঝড়ের মতো হাওয়া পাবেন!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Ceiling Fan Cleaning Tips: অনেকেই ফ্যান পরিষ্কার করতে গিয়ে সমস্যায় পড়েন, বিশেষত যদি বাড়িতে সিঁড়ি না থাকে। তবে চিন্তার কিছু নেই! সিঁড়ি ছাড়াই মাত্র ৫ মিনিটে ফ্যান ঝকঝকে করার কিছু সহজ পদ্ধতি রয়েছে।
শীতকালে ফ্যান বন্ধ থাকার ফলে এতে ধুলো-ময়লা জমে যায়, যা কার্যকারিতা ও সৌন্দর্য নষ্ট করে। শীতের শেষে ফ্যান পরিষ্কার করা প্রয়োজন হলেও, অনেকের কাছে এটি ঝামেলার কাজ মনে হয়। তবে, সিঁড়ি বা অতিরিক্ত খরচ ছাড়াই মাত্র পাঁচ মিনিটে সহজ উপায়ে ফ্যান পরিষ্কার করা সম্ভব। কী ভাবে? জানলে মনে হবে এত দিন করেননি কেন!
advertisement
advertisement
advertisement
প্রথমে লাঠির উপরের অংশে মোটা কাপড় মুড়িয়ে বেঁধে তার ওপরে সুতির কাপড় জড়াতে হবে। পরিষ্কার করার ধাপে ধাপে পদ্ধতি--- ১. প্রথমে লাঠির মাথায় মোটা কাপড় মুড়িয়ে ভালভাবে বেঁধে নিন। ২. কাপড়ের ওপরে আরেকটি সুতির কাপড় জড়িয়ে দিন, যাতে ব্লেডে কোনও দাগ না পড়ে। ৩. এরপর লাঠিটি ফ্যানের ব্লেডের নিচে রেখে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুছতে থাকুন।
advertisement
advertisement
বিকল্প পদ্ধতি: - বাজারে পাওয়া যায় এমন লম্বা হাতলযুক্ত বিশেষ ফ্যান ডাস্টার ব্যবহার করতে পারেন। এটি সহজেই ব্লেডের সমস্ত ধুলো-ময়লা টেনে নেয়। - যদি বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার থাকে, তবে এর এক্সটেনশন পাইপ ব্যবহার করে সহজেই ফ্যান পরিষ্কার করতে পারেন। - একটি পুরনো ফ্লোর মোপকেও ফ্যান পরিষ্কারের জন্য ব্যবহার করা যেতে পারে, এটি আরও সুবিধাজনক।
advertisement
advertisement