৭৮৫টি সিম কার্ড! নাম এক, কিন্তু পরিচয় আলাদা! কলকাতার দেবলীনা যা কাণ্ড ঘটাল, গোটা দেশ পুরো থ...!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
SIM Card Scam: কলকাতা পুলিশ গত এক মাসে ২,০০০-এর বেশি ভুয়ো সিম কার্ড বাজেয়াপ্ত করেছে। দেবলীনার বিক্রি করা সিম কার্ড ব্যবহার করে কী কী হয়েছে জানেন?
কলকাতা: ৭৮৫ সিম কার্ড! কখনও নাম বদল, কখনও ঠিকানা, কখনও আবার পরিচয়… বছর চব্বিশের এই যুবতী বারবার ছদ্মবেশে লুকিয়ে চলছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল তার আসল পরিচয়! তার নাম দেবলীনা চক্রবর্তী। অথচ, শুধু এই নামেই নয়—নানা ভুয়ো নামে একের পর এক সিম কার্ড ইস্যু করেছিল সে। কিন্তু কেন? জানলে শিউরে উঠবেন।
advertisement
advertisement
advertisement
কলকাতা পুলিশ গত এক মাসে ২,০০০-এর বেশি ভুয়ো সিম কার্ড বাজেয়াপ্ত করেছে। দেবলীনার বিক্রি করা সিম কার্ড ব্যবহার করে ২০০-র বেশি সাইবার অপরাধ ঘটেছে। এর মধ্যে ডিজিটাল প্রতারণা, লোন জালিয়াতি এবং হ্যাকিং অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ জানিয়েছে, কিছু অপরাধ এমনকি কম্বোডিয়া, থাইল্যান্ড ও মায়ানমার থেকেও সংগঠিত হয়েছে।
advertisement
advertisement
advertisement
এই মামলায় ইতিমধ্যেই দশজনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সদস্যরা অন্যদের নথি জালিয়াতির মাধ্যমে সিম কার্ড বানিয়ে মোটা টাকায় বিক্রি করত। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার জানিয়েছেন, অভিযুক্তরা বড় বড় টেলিকম সংস্থার POS টার্মিনালগুলিকে ভুলভাবে ব্যবহার করছিল। তারা নকল সিম কার্ড সক্রিয় করত এবং সেগুলি দেশ-বিদেশের সাইবার অপরাধীদের কাছে বিক্রি করত। দেবলীনার গতিবিধির ওপর দীর্ঘদিন ধরেই নজর ছিল বিভিন্ন সংস্থার। ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র (I4C) তাঁর সম্পর্কে তথ্য দিয়েছিল।