China Washing Machine Incident: মায়ের বকা খেয়ে মাথা গরম! ঠান্ডা হতে ওয়াশিং মেশিনে ঢুকেছিল মেয়ে, তারপর যা হল...

Last Updated:

China Washing Machine Incident: চীনের জিয়াংসু প্রদেশে ১২ বছরের এক মেয়ে মায়ের বকা খেয়ে রাগ করে ওয়াশিং মেশিনে ঢুকে পড়ে। ভিতরে আটকে গিয়ে সে চিৎকার করতে থাকে, তারপর কী হল জানুন...

মায়ের বকা খেয়ে মাথা গরম! ঠান্ডা হতে ওয়াশিং মেশিনে ঢুকেছিল মেয়ে, তারপর যা হল...Representative image
মায়ের বকা খেয়ে মাথা গরম! ঠান্ডা হতে ওয়াশিং মেশিনে ঢুকেছিল মেয়ে, তারপর যা হল...Representative image
জিয়াংসু: চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে ঘটল এক চমকে দেওয়া ঘটনা। ১২ বছরের এক মেয়ে পড়াশোনার কাজ শেষ না করায় মায়ের বকুনি খেয়েছিল। এরপর রাগ করে সে একটি টপ-লোডিং ওয়াশিং মেশিনের ভিতর ঢুকে পড়ে ‘ঠান্ডা’ হওয়ার জন্য। কিন্তু সেখান থেকে আর বের হতে পারেনি সে।
মেয়েটি ভেতরে ঢোকার কিছুক্ষণ পর বুঝতে পারে, সে আর নড়তে পারছে না। তখন সে চিৎকার করে মাকে ডাকতে শুরু করে। মা প্রথমে চেষ্টা করেন মেয়েকে বের করতে, কিন্তু ব্যর্থ হন। বাধ্য হয়ে দমকল বিভাগে ফোন করেন।
advertisement
advertisement
ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তখন মেয়েটি কাঁদছিল এবং বলছিল, “ব্যথা করছে!” উদ্ধারকারী দল সিদ্ধান্ত নেয় ওয়াশিং মেশিনের খোলস খুলে মেয়েটিকে বার করতে হবে, কারণ টেনে বের করলে সে আহত হতে পারে।
দলটি প্রথমে মেশিনের বাইরের কভার সরায়। মেয়েটিকে একটি কম্বলে ঢেকে হাইড্রলিক কাটার দিয়ে সাবধানে কাটে মেশিনটি। মোট ১৬ মিনিটে চলে এই উদ্ধার অভিযান। এই সময় মেয়েটিকে শান্ত থাকতে বলা হয় এবং তার মনোবল বাড়ানোর চেষ্টা করেন দমকলকর্মীরা।
advertisement
শেষমেশ মেয়েটিকে কোনও গুরুতর চোট ছাড়াই উদ্ধার করা হয়। যদিও মা-মেয়ের সম্পর্ক এই ঘটনার পর ঠিক হয়েছে কি না জানা যায়নি, তবুও চীনা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ‘মজার’ ও ‘অদ্ভুত’ বলে ভাইরাল হয়ে উঠেছে।
এরকমই একটি ঘটনা ঘটে মার্চ মাসেই, যেখানে শানডং প্রদেশে এক ৪ বছরের ছেলে পার্কের একটি মানবাকৃতির মূর্তিতে চড়তে গিয়ে মাথা আটকে ফেলে। তাকে বের করতে দমকল কর্মীদের ১০ মিনিট সময় লাগে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
China Washing Machine Incident: মায়ের বকা খেয়ে মাথা গরম! ঠান্ডা হতে ওয়াশিং মেশিনে ঢুকেছিল মেয়ে, তারপর যা হল...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement