Wife Slaps Husband Viral Video: রোজগার নেই, স্বামীর কলার ধরে প্রকাশ্যে একের পর এক থাপ্পড় মহিলার! ভাইরাল সেই ভিডিও, দেখুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Wife Slaps Husband Viral Video: এক মহিলাকে প্রকাশ্যে তার স্বামীকে চড় মারতে দেখা গেছে। অভিযোগ, স্বামী উপার্জন করেন না। ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় ক্ষোভ ছড়িয়েছে...
নয়াদিল্লি: বর্তমানে রাস্তায় ঝগড়াঝাঁটি বা মতবিরোধের ঘটনা খুব সাধারণ হয়ে উঠেছে। কথা কাটাকাটি কখনও কখনও এমন পর্যায়ে পৌঁছে যায় যে তা হাতাহাতির রূপ নেয়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক মহিলা প্রকাশ্যে তার স্বামীকে মারধর করতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, এক মহিলা এক পুরুষকে কলার ধরে মারছেন এবং চিৎকার করে বলছেন যে লোকটি উপার্জন করে না। ঘটনাটি একটি দোকানের সামনে ঘটেছে। আশপাশে অনেক লোক দাঁড়িয়ে থাকলেও কেউ বাধা দেননি বা পরিস্থিতি থামানোর চেষ্টা করেননি।
advertisement
advertisement
মহিলা তাকে বারবার চড় মারেন এবং বলেন, “তুমি রোজগার করো না, আমার টাকায় চলো।” লোকটি অসহায়ভাবে তার স্ত্রীর হাত ধরে তাকে থামানোর চেষ্টা করেন।
এই ভিডিওটি টুইটারে শেয়ার করে ক্যাপশন দেওয়া হয়, “একজন স্ত্রী কেবলমাত্র স্বামী উপার্জন না করায় প্রকাশ্যে তাকে চড় মারছেন — খুবই বিরক্তিকর দৃশ্য।”
আরও পড়ুন: ভালোবাসার অমোঘ টান! ১৭ বছরের কিশোরের জন্য ৩ সন্তান ও স্বামীকে ছাড়লেন মহিলা, বদলালেন নামও…
advertisement
নেটদুনিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই কমেন্ট সেকশনে প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। একজন লেখেন, “এটা কী! তাকে কে এই অধিকার দিল?” আরেকজন মন্তব্য করেন, “এটা কি নতুন ট্রেন্ড? নাকি এতদিন হাইলাইট হয়নি?” কেউ আবার লেখেন, “কোনও মানুষ কেবলমাত্র উপার্জন করতে না পারার কারণে অপমানের যোগ্য নয়।”
A disturbing video shows a wife publicly Slapping her husband just because he isn’t earning
pic.twitter.com/UqEJ7xITbW— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 8, 2025
advertisement
অনেকে লেখেন, “সংসারে সমস্যা হতেই পারে, কিন্তু এইভাবে অপমান করা ভালোবাসা নয়, এটা নির্যাতন।” একজন লেখেন, “সে তার আয় হারিয়েছে, সম্মান নয়। নির্যাতনের কোনও লিঙ্গ হয় না, প্রতিটি মানুষই সম্মানের অধিকারী।”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 4:03 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wife Slaps Husband Viral Video: রোজগার নেই, স্বামীর কলার ধরে প্রকাশ্যে একের পর এক থাপ্পড় মহিলার! ভাইরাল সেই ভিডিও, দেখুন...