Carbon Dioxide Student viral News: কার্বন-ডাই-অক্সাইড কী? ছাত্রের উত্তর অবাক শিক্ষক! মিস না করে আপনারাও দেখুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Carbon Dioxide Student viral News: ছাত্রের কার্বন-ডাই-অক্সাইডের ব্যাখ্যা ভাইরাল! কী লিখেছে সেই ছাত্র, উত্তর দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে আপনারও...
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া যেন এখন হাসির প্যান্ডোরা বক্স! বিশেষ করে ইনস্টাগ্রামের রিল দুনিয়ায় এমন কিছু ভাইরাল কনটেন্ট দেখা যায়, যেগুলো এতটাই মজার হয় যে হাসতে হাসতে চোখে জল এসে যায়। এবার এমনই এক মজার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিজ্ঞান সংক্রান্ত একটি প্রশ্নের অদ্ভুত উত্তর দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এক ছাত্র।
আরও পড়ুন: মৃত্যুও পারল না…৫২ বছরের পথ চলা শেষ! অন্তিম বিদায়-এও এক চিতায় একসঙ্গে বৃদ্ধ-বৃদ্ধা, জানুন…
একটি পরীক্ষার প্রশ্ন ছিল—‘কার্বন-ডাই-অক্সাইড কী?’ এই প্রশ্নের উত্তরে ছাত্রটি যা লিখেছে, তা দেখে শিক্ষক হতবাক, আর ইন্টারনেট হাসিতে ফেটে পড়েছে। উত্তরটা ছিল, ‘When a person born in car and die outside, that is called Carbon-Dioxide.’ অর্থাৎ কোন মানুষ যখন গাড়ির বাইরে মারা যান, তাহলে তাকে কার্বনডাই অক্সাইড বলা হয়৷
advertisement
advertisement
এই লাইন পড়ে সবাই একবাক্যে বলেছে—এমন “তেজস্বী উত্তর” আগে দেখিনি! রিলটি ইতিমধ্যেই ৪৮ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছে এবং হাজার হাজার লাফিং ইমোজিতে ভরে গেছে কমেন্ট বক্স। কারো মতে, আমাদের এতদিন যা পড়ানো হয়েছে, সব ভুল ছিল! কেউ আবার বলেছে, “Student rocked, teacher shocked!”
advertisement
advertisement
এই ধরনের মজার উত্তরগুলি এখন ইনস্টাগ্রাম রিলের অন্যতম জনপ্রিয় কনটেন্ট হয়ে উঠেছে। কেউ কেউ মজা করে বলেছেন, “এমন মাথা নিয়ে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল!”
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Carbon Dioxide Student viral News: কার্বন-ডাই-অক্সাইড কী? ছাত্রের উত্তর অবাক শিক্ষক! মিস না করে আপনারাও দেখুন...