52 Years Love Story: মৃত্যুও পারল না...৫২ বছরের পথ চলা শেষ! অন্তিম বিদায়-এও এক চিতায় একসঙ্গে বৃদ্ধ-বৃদ্ধা, জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
52 Years Love Story: উদয়পুরের বদরানায় ৫২ বছরের দাম্পত্যজীবন শেষে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন সুখলাল ও পার্বতী। তাঁদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে একই চিতায় শেষযাত্রা সম্পন্ন হয়...
উদয়পুর: উদয়পুর জেলার ঝাড়োল ব্লকের বদরানা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে ৫২ বছরের দাম্পত্যজীবন শেষে মাত্র আট ঘণ্টার ব্যবধানে প্রাণ হারালেন এক স্বামী ও তাঁর স্ত্রী। স্ত্রী যেন সহ্যই করতে পারলেন না স্বামীর মৃত্যু, শেষযাত্রাও হলো একসাথে, একই চিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
৭৪ বছরের সুখলাল লোহার, দীর্ঘদিন ধরে হাঁপানির রোগে ভুগছিলেন। শেষ এক সপ্তাহে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরিবার চিকিৎসার চেষ্টা করলেও ২ এপ্রিল রাত ১০:৩০-এ সুখলাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
advertisement
স্বামীর মৃত্যুসংবাদ শুনে স্ত্রী পার্বতী-এর (৭০) অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং পরিবারের বারবার চেষ্টার পরও ৩ এপ্রিল সকাল ৬:৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। অনেকেই মনে করেন, স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন।
advertisement
বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসীর উপস্থিতিতে ঢাকঢোল বাজিয়ে তাঁদের শেষযাত্রা একসঙ্গে অনুষ্ঠিত হয়। একই চিতায় তাঁদের দেহ সৎকার করা হয়। এই ভালোবাসার বিদায়ে চোখ ভিজে যায় সবার।
গ্রামের প্রবীণরা ও পরিবারের সদস্যরা জানান, সুখলাল ও পার্বতী দেবীর দাম্পত্যজীবন ছিল ভালোবাসা, ত্যাগ ও একতার এক অনন্য উদাহরণ। তাঁদের একসাথে মৃত্যুর ঘটনা গোটা গ্রামে শোকের ছায়া ফেলেছে এবং এই ঘটনার স্মৃতি সবার মন ছুঁয়ে গেছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 1:42 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
52 Years Love Story: মৃত্যুও পারল না...৫২ বছরের পথ চলা শেষ! অন্তিম বিদায়-এও এক চিতায় একসঙ্গে বৃদ্ধ-বৃদ্ধা, জানুন...