Tractor Love Story: এক ট্রাক্টরকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রেম, তা গড়ায় বিয়েতে! তারপর যা হল...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Tractor Love Story: চুরুর এক মেয়ে ট্রাক্টর চালকের প্রেমে পড়েন এবং পরিবারের বাধা উপেক্ষা করে লভ ম্যারেজ করেন। কিন্তু বিয়ের পর যা হল...বিস্তারিত পড়ুন...
চুরু: রাজস্থানের চুরু জেলায় এক চমকপ্রদ প্রেমের গল্প সামনে এসেছে। এই প্রেমকাহিনি একেবারে অনন্য, যেখানে মাঠে কাজ করতে করতেই প্রেম জন্ম নিয়েছিল, তারপর তা লভ ম্যারেজ পর্যন্ত গড়িয়েছিল।
এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এরপরই ঘটল ভয়ংকর ঘটনা। মেয়ের পরিবারের রোষ এবং হত্যার হুমকিতে নাজেহাল হয় দম্পতি! বর্তমানে এই ঘটনা পুলিশের দোরগোড়ায় পৌঁছেছে, প্রেমিক-প্রেমিকা পুলিশের নিরাপত্তার জন্য আবেদন করেছেন।
advertisement
২০ বছর বয়সী মোনিকা ঢাকা জানায়, দুই বছর আগে বিকানের জেলার সোনিয়াসর গ্রামের চেতনরাম গোদারা তার বাড়িতে ট্রাক্টরে করে গম ভাঙার যন্ত্র (থ্রেসার মেশিন) নিয়ে এসেছিল। তখনই মোনিকার মনে ভালোবাসার অনুভূতি জেগে ওঠে। সে কিছু বলতে পারেনি, কিন্তু নিজের ফোন নম্বর চেতনরামের ট্রাক্টরে লিখে দিয়ে ইঙ্গিত দেয় যোগাযোগের জন্য। এরপর শুরু হয় মোবাইল কথোপকথন, আর ধীরে ধীরে প্রেম গভীর হতে থাকে।
advertisement
সান্ডওয়া এলাকার সাড্ডু ছোটি গ্রামের মোনিকা মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও প্রেমের পাঠ সে ভালোই শিখেছে! সে বাড়িতে থেকেই চাষাবাদের কাজে বাবাকে সাহায্য করত। প্রায় ছয় মাস আগে মোনিকা তার পরিবারকে চেতনরামের ব্যাপারে জানায়, কিন্তু পরিবার থেকে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করা হয়। তারা জানান, পরিবারের ঐতিহ্য অনুযায়ী বিয়ের পরিবর্তে তারা অন্য কারও সঙ্গে “আটা-সাটা” প্রথায় (এক রকম বিনিময় ভিত্তিক বিবাহপ্রথা) মোনিকার বিয়ে দেবে।
advertisement
আরও পড়ুন: ধাপে ধাপে বন্ধ হবে পেট্রল ও ডিজেল গাড়ি! দূষণ রুখতে নতুন সিদ্ধান্ত সরকারের, জানুন পুরোটা..
পরিবারের সিদ্ধান্ত মেনে না নিয়ে ২৭ মার্চ মোনিকা বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং তার প্রেমিক চেতনরামকেও ডেকে নেয়। তারা জোধপুরে গিয়ে আর্য সমাজ মন্দিরে বিয়ে করে। চেতনরাম দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে, অর্থাৎ সে মোনিকার চেয়ে বেশি শিক্ষিত। বিয়ের পর তারা সালাসর, সরদারশহর ও নাগোরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়।
advertisement
এই সময়ের মধ্যে মোনিকার পরিবার সান্ডওয়া থানায় তার নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা দেয়। মোনিকা জানায়, বিয়ের পর থেকেই তার ও চেতনরামের বিরুদ্ধে পরিবারের সদস্যরা হত্যার হুমকি দিচ্ছে। এই কারণে তারা পুলিশের কাছে গিয়ে নিরাপত্তার আবেদন করেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 8:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Tractor Love Story: এক ট্রাক্টরকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রেম, তা গড়ায় বিয়েতে! তারপর যা হল...