Delhi Pollution Control: ধাপে ধাপে বন্ধ হবে পেট্রল ও ডিজেল গাড়ি! দূষণ রুখতে নতুন সিদ্ধান্ত সরকারের, জানুন পুরোটা...

Last Updated:

Delhi Pollution Control: বায়ু দূষণ রোধে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেল গাড়ি ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা করছে। পরিবর্তে বৈদ্যুতিক ও সিএনজি যানবাহন চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে

ধাপে ধাপে বন্ধ হবে পেট্রল ও ডিজেল গাড়ি! দূষণ রুখতে নতুন সিদ্ধান্ত সরকারের, জানুন পুরোটা...
ধাপে ধাপে বন্ধ হবে পেট্রল ও ডিজেল গাড়ি! দূষণ রুখতে নতুন সিদ্ধান্ত সরকারের, জানুন পুরোটা...
নয়াদিল্লি: বিশ্বের অন্যতম দূষিত শহর এবং দেশের রাজধানী হিসেবে পরিচিত দিল্লির বায়ু দূষণ কমাতে কেন্দ্র সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ধাপে ধাপে দিল্লি ও এনসিআর অঞ্চলে পেট্রল ও ডিজেলচালিত গাড়ির ব্যবহার নিষিদ্ধ হতে পারে। এর পরিবর্তে বৈদ্যুতিক, হাইব্রিড ও সিএনজি চালিত যানবাহন বেশি ব্যবহার করা হবে।
ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র সরকার প্রথমে দিল্লি শহরে পেট্রল ও ডিজেল গাড়ির চলাচল নিষিদ্ধ করতে পারে, এরপর গুরুগ্রাম, গাজিয়াবাদ, ও গৌতম বুদ্ধ নগরেও এই নিয়ম প্রয়োগ করা হবে।
advertisement
২০২৫ সালের মধ্যে নতুন গাড়ি ও মোটরসাইকেলের জন্য শুধুমাত্র পরিবেশবান্ধব জ্বালানির অনুমোদন থাকতে পারে। তবে কিছু নিষেধাজ্ঞা ২০২৪-২৫ অর্থবছর থেকেই কার্যকর হতে পারে।
advertisement
প্রশ্ন হল, যাদের কাছে পেট্রল ও ডিজেলের গাড়ি রয়েছে তাদের কী হবে? নতুন আইন প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ির মালিকদের কিছুটা সময় দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে এই বিধিনিষেধ বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে কার্যকর হবে। অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের শেষ নাগাদ দিল্লিতে শুধুমাত্র বৈদ্যুতিক ও সিএনজি বাস রেজিস্ট্রেশন করা হবে। অন্যদিকে, পণ্যবাহী যানবাহনের জন্য নিষেধাজ্ঞা ২০২৭ পর্যন্ত বাড়তে পারে।
advertisement
দিল্লি সরকারের পক্ষ থেকেও দূষণ নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। নতুন পরিকল্পনায় ড্রোন মিস্ট স্প্রিংকলার, আউটডোর এয়ার পিউরিফায়ার ও উন্নত মানের এয়ার কোয়ালিটি মনিটরিং ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষত দূষিত এলাকাগুলিতে স্প্রিংকলারের মাধ্যমে বায়ুর গুণগত মান উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।
advertisement
সরকার বুঝতে পারছে যে, মানুষ গাড়ি কেনা বন্ধ করবে না। তাই দূষণ কমাতে পেট্রোল ও ডিজেল গাড়ির বিক্রি নিষিদ্ধ করা এবং পরিবেশবান্ধব গাড়ির প্রচারই একমাত্র কার্যকর উপায়।
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Pollution Control: ধাপে ধাপে বন্ধ হবে পেট্রল ও ডিজেল গাড়ি! দূষণ রুখতে নতুন সিদ্ধান্ত সরকারের, জানুন পুরোটা...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement