Car Accident: মর্মান্তিক দুর্ঘটনা, শৌচালয়ে যাওয়ার পথেই শেষ ৩৯ বছরের ব্যক্তি! দ্রুত গতির গাড়ির ধাক্কায়...

Last Updated:

Car Accident: মুম্বইয়ের সেওরিতে এক ভয়াবহ হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৯ বছর বয়সী শিবগুলাম কুর্মি। একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়...

মর্মান্তিক দুর্ঘটনা, শৌচালয়ে যাওয়ার পথেই শেষ ৩৯ বছরের ব্যক্তি! দ্রুত গতির গাড়ির ধাক্কায়...
মর্মান্তিক দুর্ঘটনা, শৌচালয়ে যাওয়ার পথেই শেষ ৩৯ বছরের ব্যক্তি! দ্রুত গতির গাড়ির ধাক্কায়...
মুম্বই: মুম্বইয়ের সেওরিতে এক মর্মান্তিক হিট-অ্যান্ড-রান দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৯ বছর বয়সী শিবগুলাম শ্রীরাম কুর্মি। পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যখন কুর্মি তার ঘরের কাছের একটি শৌচালয়ে যাচ্ছিলেন।
কুর্মি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন এবং তার ভাই রামেশ্বর ও অন্যান্য সহকর্মীদের সঙ্গে সেওরিতে বসবাস করতেন। প্রতিদিন সকাল ৮টার দিকে কাজে বেরোনো তার রুটিন ছিল।
advertisement
পুলিশের এক কর্মকর্তা জানান, “রবিবার সকালে ঘুম থেকে উঠে তিনি শৌচালয়ে যান। ফেরার পথে একটি দ্রুতগতির অজ্ঞাতপরিচয় গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।”
advertisement
ঘটনাস্থলে থাকা এক রুমমেট বিষয়টি জানতে পেরে রামেশ্বরকে খবর দেন। রামেশ্বর সেখানে গিয়ে দেখেন, কুর্মি মাটিতে পড়ে অচেতন অবস্থায় রয়েছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কুর্মি জানান, পিছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং তারপর তার ওপর দিয়ে গাড়িটি চলে যায়।
advertisement
রামেশ্বর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং কুর্মিকে জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Car Accident: মর্মান্তিক দুর্ঘটনা, শৌচালয়ে যাওয়ার পথেই শেষ ৩৯ বছরের ব্যক্তি! দ্রুত গতির গাড়ির ধাক্কায়...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement