Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ বার পাল্টি খেল গাড়ি, একই পরিবারের ৩টি তাজা প্রাণ শেষ...দেখুন সেই ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। দ্রুতগতির গাড়িটি হাইওয়ের ডিভাইডারে ধাক্কা খেয়ে ১৫ বার পাল্টি খায়...
চিত্রদুর্গ: কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন বাবা ও তার দুই নাবালক সন্তান রয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি মঙ্গলবার মনাকালমুর তালুকের বোম্মাক্কানাহাল্লি মসজিদের কাছে জাতীয় সড়ক ১৫০-তে ঘটেছে। পুলিশ জানিয়েছে, পরিবারটি বেঙ্গালুরু থেকে ইয়াদগিরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটি দ্রুতগতিতে চলছিল এবং হাইওয়ের ডিভাইডারে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটানা ১৫ বার উল্টে যায়। পরে গাড়িটি আবার চাকার ওপর এসে স্থির হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা দুর্ঘটনার ভয়াবহতা ফুটিয়ে তুলেছে।
advertisement
আরও পড়ুন: সৌরভের পর এবার ‘শেষ’ মুসকানও! ২৭ দিন পর মাটি খুঁড়ে উদ্ধার কঙ্কাল, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি…
নিহতরা হলেন ৩৫ বছর বয়সী মৌলা আব্দুল, যিনি গাড়ি চালাচ্ছিলেন, এবং তার দুই ছেলে, ১৫ বছর বয়সী রেহমান ও ১০ বছর বয়সী সামীর। আহতরা হলেন আব্দুলের স্ত্রী ৩১ বছর বয়সী সলিমা বেগম, তার ৭৫ বছর বয়সী মা ফাতিমা এবং তার আরেক ছেলে হুসেন। তারা বর্তমানে বাল্লারী মেডিকেল কলেজ ও রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন।
advertisement
Imagine the speed, car flips 15 times on a highway in Karnataka, three D¢ad.. pic.twitter.com/FO3kRkEimv
— Mihir Jha (@MihirkJha) April 2, 2025
পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করছে, তবে অতিরিক্ত গতি এবং ড্রাইভারের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাইওয়েতে দ্রুতগতিতে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 2:54 PM IST