Cancer: 'এটাই আমার শেষ দিওয়ালি, ক্যানসার জিতে গেল! আমি শেষ হয়ে যাচ্ছি', তরুণের ভাইরাল পোস্টে হাহাকার!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Cancer: ২১ বছর বয়সি তরুণ রেডডিটে তাঁর টার্মিনাল ক্যানসারের সঙ্গে লড়াইয়ের হৃদয় বিদারক পোস্ট করতেই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। কান্না থামাতে পারবেন না আপনিও...
কলকাতা: ২১ বছর বয়সি এক ব্যক্তির রেডডিটে তাঁর টার্মিনাল ক্যানসারের সঙ্গে লড়াইয়ের হৃদয় বিদারক পোস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং দুঃখ দিয়েছে, হাজার হাজার প্রার্থনা এবং সমর্থনমূলক বার্তা পেয়েছে। r/TwentiesIndia subreddit-এ শেয়ার করা এই পোস্টটি ব্যবহারকারীর স্টেজ ৪ কোলোরেক্টাল ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ করে, যা ২০২৩ সালে ধরা পড়ে।
যুবক জানিয়েছেন যে, কয়েক মাস কেমোথেরাপি এবং হাসপাতালে থাকার পর, ডাক্তাররা সমস্ত চিকিৎসার বিকল্প শেষ করে ফেলেছেন, যার ফলে তাঁকে একটি ভয়াবহ পূর্বাভাস দেওয়া হয়েছে যে তিনি সম্ভবত এই বছরটিই বাঁচবেন না। দীপাবলি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে, তিনি তার শেষ আলোর উৎসবটি উপভোগ করার বেদনা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ঘরের মেঝেতে আবর্জনা-পোকায় ভরা, প্লাস্টিকের শিটে খাবার জোটে ভাইরাল রানু মণ্ডলের! দেখলে কান্না পাবে
“দীপাবলি শীঘ্রই আসছে, আর রাস্তায় আলো জ্বলছে। শেষবারের মতো এগুলো দেখতে পাবো জেনে কষ্ট হচ্ছে। আলো, হাসি আর কোলাহল মিস করব। আমার জীবন যখন নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে, তখন জীবন চলতে দেখাটা অদ্ভুত লাগছে। আমি জানি আগামী বছর, অন্য কেউ আমার জায়গায় প্রদীপ জ্বালাবে, আর আমি কেবল স্মৃতিতে বেঁচে থাকব,” তিনি লিখেছিলেন।
advertisement
advertisement

তিনি ভ্রমণ, নিজের উদ্যোগ শুরু করা এবং একটি কুকুর দত্তক নেওয়ার মতো অপূর্ণ স্বপ্নের হৃদয়বিদারক অভিজ্ঞতাও প্রকাশ করেছিলেন, কিন্তু এখন তাঁর সীমিত সময়ের কথা মনে করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আকাঙ্ক্ষাগুলি হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার সেই বিমান ভেঙে পড়ার আসল কারণ কী? ‘ছেলে দায়ী নয়’, সুপ্রিম কোর্টে মামলা মৃত পাইলটের বাবার
view commentsতাঁর পোস্টটি শেষ করে তিনি লিখেছেন, “তারপর আমার মনে পড়ে আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আর ভাবনাটাও ম্লান হয়ে যাচ্ছে। আমি ঘরে আছি আর আমার বাবা-মায়ের মুখে দুঃখ দেখতে পাচ্ছি। আমি আসলে জানি না কেন আমি এটা পোস্ট করছি। হয়তো জোরে জোরে সব বলার জন্য, যাতে পরবর্তীতে যা ঘটবে তাতে চুপচাপ ডুবে যাওয়ার আগে একটা ছোট্ট চিহ্ন রেখে যাই।”
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2025 8:47 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Cancer: 'এটাই আমার শেষ দিওয়ালি, ক্যানসার জিতে গেল! আমি শেষ হয়ে যাচ্ছি', তরুণের ভাইরাল পোস্টে হাহাকার!