Ranu Mondal: ঘরের মেঝেতে আবর্জনা-পোকায় ভরা, প্লাস্টিকের শিটে খাবার জোটে ভাইরাল রানু মণ্ডলের! দেখলে কান্না পাবে

Last Updated:

Ranu Mondal: একসময় লতা মঙ্গেশকরের ক্লাসিক গানের জন্য প্রশংসিত রানু রাতারাতি তারকাখ্যাতিতে পৌঁছে যান, বলিউড সুরকার হিমেশ রেশমিয়া তাঁকে হ্যাপি হার্ডি অ্যান্ড হীর ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। এখন কোথায়? কী হাল তাঁর? দেখুন

রানু মণ্ডল
রানু মণ্ডল
কলকাতা: খ্যাতি যেমন ক্ষণস্থায়ী, তেমনি খ্যাতি অর্জন করা নেশার মতোও। রেলস্টেশনে তাঁর সুরেলা কণ্ঠ দিয়ে দেশের মন জয় করে নেওয়া গায়িকা রানু মণ্ডলের কাছে এই বাস্তবতা অত্যন্ত বেদনাদায়ক।
একসময় লতা মঙ্গেশকরের ক্লাসিক গানের জন্য প্রশংসিত রানু রাতারাতি তারকাখ্যাতিতে পৌঁছে যান, বলিউড সুরকার হিমেশ রেশমিয়া তাঁকে হ্যাপি হার্ডি অ্যান্ড হীর ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। রেলস্টেশনের গায়িকা থেকে তাৎক্ষণিক সেলিব্রিটিতে তাঁর উত্থান ছিল আকস্মিক, কিন্তু তাঁর পতনও সমান নাটকীয় ছিল।
advertisement
advertisement
সাম্প্রতিক বছরগুলিতে, রানু মণ্ডল সেই খ্যাতি ধরে রাখতে লড়াই করে যাচ্ছেন যা একসময় তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল। প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে তার ব্যক্তিগত আচরণ, যার মধ্যে তাঁর ক্যারিয়ার পরিচালনাকারীদের সঙ্গে দ্বন্দ্বও ছিল, তাঁর দ্রুত পতনের কারণ। একসময় রিয়েলিটি শোতে আমন্ত্রিত এবং মুম্বইতে সুযোগ পেয়েছিলেন, তিনি এখন কলকাতার কাছে তাঁর জন্মস্থান রানাঘাটে মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করছেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: রাত নামলেই ঘরে ঢুকে বিরক্ত করে, আলো নিভলেই ‘মৃত্যু’ শ্যামাপোকার! কী খায় এই পোকা? জানলে চমকে যাবেন
রাতারাতি সেনসেশনদের জীবনযাপনের নথিভুক্ত ইউটিউবার নিশু তিওয়ারির সাম্প্রতিক একটি ভিডিওতে রানুর বর্তমান পরিস্থিতির এক স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে তাঁর বাড়িটি অগোছালো, অস্বাস্থ্যকর পরিবেশ, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা এবং বিভিন্ন কোণে পোকামাকড় হামাগুড়ি দিচ্ছে। জানা গিয়েছে, সে প্লাস্টিকের শিটে খায় এবং খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য প্রতিবেশী এবং দর্শনার্থীদের উপর অনেক বেশি নির্ভর করে।
advertisement
তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলি প্রকাশ করেছে যে তাঁর মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা অনিয়মিত আচরণ, হাসি এবং উত্তেজনার মধ্যে পর্যায়ক্রমে আড্ডা এবং দৈনন্দিন খরচ পরিচালনার জন্য অন্যদের উপর নির্ভর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranu Mondal: ঘরের মেঝেতে আবর্জনা-পোকায় ভরা, প্লাস্টিকের শিটে খাবার জোটে ভাইরাল রানু মণ্ডলের! দেখলে কান্না পাবে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement