Chhattisgarh Village Anti clock: সময় ঘোরে উল্টোদিকে, বরকনে ঘোরেন উল্টো সাতপাক! ভারতের এই রাজ্যে চলে আজব ঘড়ির কাঁটা

Last Updated:

Gondwana Watch: এই এলাকার বর এবং কনেও বিয়ের সময় উল্টোদিকে সাত পাক ঘোরেন।

Gondwana Watch
Gondwana Watch
#ছত্তিশগড়: ব্র্যাড পিট অভিনীত বিখ্যাত সিনেমা দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন দেখে থাকলে জানবেন, এই সিনেমায় বড় ভূমিকা রয়েছে এক বিশাল ঘড়ির। একটি রেল স্টেশনের জন্য একজন অন্ধ ঘড়ি নির্মাতা এই বিশাল ঘড়ি তৈরি করেন যা উল্টোদিকে চলে। এই বিপরীত ঘড়িটির বড় ভূমিকা রয়েছে চলচ্চিত্রের নানা ঘটনাগুলিতে। ঘড়ির কাঁটা উল্টোদিকে চলছে এমনটা কল্পনাতেই ভাবা সম্ভব। কিন্তু না, জেনে অবাক হবেন যে এই জাতীয় ঘড়ি বাস্তবেও রয়েছে এবং তাও খোদ ভারতে! সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এই দেশে অনেক উপজাতীয় সংস্কৃতি রয়েছে যা ঐতিহ্যগত সংস্কৃতির বিপরীতে কিছু রীতি অনুসরণ করে। উলটো ঘড়িও তেমনই এক রীতি।
ছত্তিশগড়ের কিছু আদিবাসী গ্রামে, সময় উল্টোদিকে এগোয়। এই গ্রামের সমস্ত ঘড়ির কাঁটাই বিপরীত দিকে চলে। সুতরাং, দুপুর ১২ টার পরে দুপুর ১ টা বাজে না, হয় সকাল ১১ টা। কোরবা জেলার আদিবাসী শক্তিপীঠের সঙ্গে যুক্ত গোন্ড আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী পরিবারগুলি বিশ্বাস করে তাদের ঘড়িটিই সবচেয়ে স্বাভাবিক কারণ এটিই প্রকৃতির নিয়ম মেনে চলে। তাঁদের মতে, পৃথিবী ডান থেকে বাম দিকে ঘোরে। এমনকি চাঁদও পৃথিবীর চারদিকে ঘোরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। পুকুরের ঘূর্ণিরও ঘোরে উল্টোদিকে। তাই এই সম্প্রদায়ের বিশ্বাস, প্রকৃতির চক্র যে দিকে চলেছে তার বিপরীতে তাঁরা কাজ করতে পারেন না।
advertisement
advertisement
এই এলাকার বর এবং কনেও বিয়ের সময় উল্টোদিকে সাত পাক ঘোরেন। গোন্ড সম্প্রদায়ের মানুষ ছাড়াও অন্যান্য ২৯ টি সম্প্রদায়ের মানুষ গন্ডোয়ানা ঘড়ি অনুসরণ করে। আদিবাসী সম্প্রদায়ের এই মানুষরা মহুয়া, পারসা এবং অন্যান্য গাছের পুজো করেন। ছত্তিশগড়ের এই এলাকায় প্রায় দশ হাজার পরিবারের বাস এবং বাসিন্দারা সকলেই বিপরীত ঘড়ির সূত্রই মেনে চলেন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Chhattisgarh Village Anti clock: সময় ঘোরে উল্টোদিকে, বরকনে ঘোরেন উল্টো সাতপাক! ভারতের এই রাজ্যে চলে আজব ঘড়ির কাঁটা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement