বেঙ্গালুরুতে অ্যাপ ক্যাব বাইক চালকের অসভ্যতার শিকার তরুণী! 'চোখে জল চলে এসেছিল', জানালেন আতঙ্কিত যুবতী
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরু: ভারতের সিলিকন ভ্যালি বলে পরিচিত বেঙ্গালুরু শহরে এক চাঞ্চল্যকর ঘটনায় এক অ্যাপ ক্যাব বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। ওই তরুণী জানিয়েছেন, অ্যাপ চালক তাঁকে যৌন হেনস্থা করেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে, যখন ওই তরুণী চার্চ স্ট্রিট থেকে নিজের পেইং গেস্ট আবাসনে ফিরছিলেন।
তরুণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, বাইক চলার সময় হঠাৎই চালক তাঁর পায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। তিনি এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন “ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে আমি কিছু বুঝে ওঠার আগেই সেটা হয়ে যায়। পরে আবারও করলে আমি বলি, ভাই, আপনি কী করছেন, করবেন না’, কিন্তু সে থামেনি।”
advertisement
তিনি আরও জানান, জায়গাটি তাঁর অচেনা হওয়ায় মাঝপথে নেমে পড়ার সাহস পাননি। এরপরে তিনি আরও লেখেন “গন্তব্যে পৌঁছনোর সময় আমি কাঁপছিলাম, চোখে জল চলে এসেছিল।”
advertisement
তরুণীর দাবি, গন্তব্যে পৌঁছনোর পর এক পথচারী তাঁর আতঙ্কিত চোখ মুখ লক্ষ্য করে এগিয়ে আসেন। এই প্রসঙ্গে তিনি লেখেন “এক দয়ালু ব্যক্তি জিজ্ঞাসা করেন কী হয়েছে। সব বলার পর তিনি চালককে থামান। চালক তখন ক্ষমা চায়, কিন্তু যাওয়ার আগে এমনভাবে আঙুল তোলে যে আমি আরও ভয় পাই,” জানিয়েছেন তরুণী।
advertisement
ওই তরুণী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় চালক বাইক থামিয়ে তাঁর পায়ে হাত রাখছেন। তিনি চালকের ডিটেলস সহ স্ক্রিনশট ও একটি বার্তাও প্রকাশ করেছেন, যেখানে এক অপরিচিত জানিয়েছেন, তিনি ঘটনাটি চোখে দেখেছিলেন কিন্তু ভেবেছিলেন চালক তরুণীর পরিচিত কেউ।
এই ঘটনার পর বেঙ্গালুরু সিটি পুলিশ তরুণীর পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে তাঁকে অনুরোধ করেছে, ঘটনাস্থল ও যোগাযোগের বিস্তারিত তথ্য দিতে, যাতে তদন্ত শুরু করা যায়।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 08, 2025 5:02 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বেঙ্গালুরুতে অ্যাপ ক্যাব বাইক চালকের অসভ্যতার শিকার তরুণী! 'চোখে জল চলে এসেছিল', জানালেন আতঙ্কিত যুবতী

