Jalpaiguri News: কেন মুখ ফিরিয়ে নিচ্ছে পরিযায়ী পাখিরা? বিশেষজ্ঞরা খুঁজে পেলেন দুটি বড় কারণ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়ে নিচ্ছে মূলত দুটি কারণে
জলপাইগুড়ি: তিস্তার পাড়ে নিস্তব্ধ প্রকৃতি! পরিযায়ী পাখিরা মুখ ফিরিয়ে নিচ্ছে। কয়েক বছর আগেও শীত এলেই তিস্তার পাড়ে দেখা মিলত পরিযায়ী পাখিদের ঝাঁক। আকাশে তাদের ওড়া-উড়ি, জলাশয়ে অবাধ বিচরণে মুখর হয়ে উঠত পরিবেশ। কিন্তু এখন দৃশ্য বদলেছে। দোমোহনী থেকে জলপাইগুড়ির জুবলী পার্ক সংলগ্ন এলাকায় আর দেখা যায় না সেই পরিচিত পাখিদের। স্থানীয় বাসিন্দা শ্যামল দাস আক্ষেপ করে বলেন, “আগে ভোর হতেই পাখির ডাকে ঘুম ভাঙত, এখন সব নিঃশব্দ। নদীর ধারে যে জলাশয়টায় একসময় দেশি-বিদেশি পাখিরা আসত, এখন সেটাও ফাঁকা পড়ে থাকে।”
বিশেষজ্ঞদের মতে, এর পিছনে রয়েছে দুটি বড় কারণ—প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের কর্মকাণ্ড। ২০২৩ সালে উত্তর সিকিমের দুর্যোগের কারণে তিস্তা নদীতে বিপুল পরিমাণ বালি ও বর্জ্য এসে পড়ে, বদলে যায় নদীর স্বাভাবিক প্রবাহ। কোথাও কোথাও নদী শুকিয়ে গেছে, ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর অভাব দেখা দিয়েছে। যেগুলো পরিযায়ী পাখিদের প্রধান খাদ্য। অন্যদিকে, দখল হয়ে যাওয়া নদীর চরে শুরু হয়েছে চাষাবাদ, যেখানে লাগামহীনভাবে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক।
advertisement
আরও পড়ুন: বুড়ো হাড়ের ভেলকি! বয়সকে তুড়ি মেরে সাউথ এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পদক সুদীপের
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবেশবিদ ড. রাজা রাউতের মতে, “এসব বিষাক্ত রাসায়নিকের কারণে নদীর জল ও আশপাশের বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। পরিযায়ী পাখিদের টানার মতো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়েছে।” পরিবেশবিদরা বলছেন, সময় থাকতেই যদি এই সমস্যার সমাধানে উদ্যোগ না নেওয়া হয়, তা হলে ভবিষ্যতে শুধু পরিযায়ী পাখিরাই নয়, গোটা অঞ্চলের জীববৈচিত্র্য প্রশ্নের মুখে পড়বে!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 01, 2025 11:28 AM IST
