Jalpaiguri News: বুড়ো হাড়ের ভেলকি! বয়সকে তুড়ি মেরে সাউথ এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পদক সুদীপের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Sports news: ৭১ বছর বয়সেও স্বপ্ন জয়ের দৌড়ে এগিয়ে জলপাইগুড়ির সুদীপবন্দ্যোপাধ্যায়। ইচ্ছাশক্তি যেখানে অটল, বয়স সেখানে শুধুই সংখ্যা। খেলার ময়দানে প্রতিটি পদক্ষেপ একেকটি গল্প বলে।
জলপাইগুড়ি: ৭১ বছর বয়সেও স্বপ্ন জয়ের দৌড়ে এগিয়ে জলপাইগুড়ির সুদীপবন্দ্যোপাধ্যায়। ইচ্ছাশক্তি যেখানে অটল, বয়স সেখানে শুধুই সংখ্যা। খেলার ময়দানে প্রতিটি পদক্ষেপ একেকটি গল্প বলে।
কেউ জিততে আসে, কেউ শিখতে, আর কেউ এসে ইতিহাস গড়ে যায়। জলপাইগুড়ির ৭১ বছর বয়সী সুদীপ বাবু সেই ইতিহাসেরই এক উজ্জ্বল নাম হয়ে উঠেছেন। সম্প্রতি সাউথ এশিয়া মাস্টার অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে তিনি একাধিক পদক জয় করে প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে কোনও বয়সই সাফল্যের পথে বাধা হতে পারে না।
advertisement
advertisement
জলপাইগুড়ি নিবাসী সুদীপ বাবুর ঝুলিতে সোনা, রুপা এবং অন্যান্য সম্মানজনক পুরস্কার এসেছে, কিন্তু তার আসল অর্জন মানুষের হৃদয়ে গাঁথা এক অনুপ্রেরণার গল্প। তিনি হাই জাম্প, লং জাম্প, হেডেন্স এবং রিলে দৌড়ের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন, প্রবীণ বয়সেও দেহ আর মনের শক্তি ঠিক রাখলে সবকিছু সম্ভব।
advertisement
সুদীপবাবুর এই জার্নি কেবল একটি খেলার কাহিনি নয়, এটি প্রতিটি মানুষের জন্য এক জীবন-শিক্ষা। হয়তো আপনার বয়স ৩০, ৪০ কিংবা ৭০— কিন্তু তাতে কী আসে যায়? যদি সুদীপ বাবুর মতো আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন, তা হলে জীবন আপনাকে দেখাবে এক নতুন পথ! এই অসামান্য ক্রীড়াবিদের জয়ের গল্প শুধু জলপাইগুড়ির নয়, এটি সকলের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 4:29 PM IST
