WB Panchayat Election 2023: ‘ভোট লুট’ ঠেকাতে নেতাকর্মীদের ক্লাস নিলেন শুভেন্দু! ‘সব নজরে রাখছি, হিসেব হবে’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘এই সরকার রাজবংশী, আদিবাসী সহ সমস্ত সম্প্রদায় বিরোধী। তাই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত সম্প্রদায়ের মানুষকে একজোট হতে হবে।’’
শিলিগুড়ি: ‘চাকরি লুট করার পরে এবার ভোট লুট করার পরিকল্পনা করা হচ্ছে’। বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু’দিনের সফরে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোট প্রচারে এসে নির্বাচন কমিশন ও পুলিশকে একহাত নিয়ে শুভেন্দুর দাবি, ‘পুলিশ ও কমিশনকে সঙ্গে নিয়ে ভোট লুট করার ছক কষছে তৃণমূল। চারিদিকে ছাপা হচ্ছে নকল ব্যালট’। দলের বিজেপি প্রার্থী ও এজেন্টদের তাঁর বার্তা, ‘সেক্টর অফিস থেকে স্ট্রংরুমে কড়া নজরদারি চালাবেন। সবসময় পাহারা দেবেন। স্ট্রংরুম ফাঁকা থাকলে ব্যালট বক্স ঢুকতে দেবেন, না হলে দেবেন না।’
শুভেন্দু অধিকারী তাঁর দুদিনের উত্তরবঙ্গ সফরের ঠাসা কর্মসূচিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ৬ টি জনসভা ও নাগরাকাটাতে একটি পদযাত্রায় অংশ নেন। পুলিশ এবং প্রশাসনকে হুঁশিয়ারির সুরে শুভেন্দু এও বলেন, ‘‘সব নজরে রাখছি। হিসেব হবে। তাই পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে ভোট লুট করার পরিকল্পনার বিষয়ে সতর্ক থাকুন।’’
আরও পড়ুন:‘সোজা কাঁধে এসে বোমাটা পড়ল, লুটিয়ে পড়ল ছেলেটা’, হিংসায় উত্তপ্ত দেগঙ্গা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘এই সরকার রাজবংশী, আদিবাসী সহ সমস্ত সম্প্রদায় বিরোধী। তাই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত সম্প্রদায়ের মানুষকে একজোট হতে হবে।’’
advertisement
advertisement
আরও পড়ুন: গেলেন না ইডি দফতরে হাজিরা দিতে! হুডখোলা গাড়িতে জমাটি প্রচার সায়নী ঘোষের
বিজেপি সরকার ক্ষমতায় এলেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন শুভেন্দু। পঞ্চায়েতে ক্ষমতায় এলেই রং ধর্ম দেখে নয়, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়াই যে তাঁদের অঙ্গীকার, সে কথাও স্পষ্ট বুঝিয়ে দেন বিরোধী দলনেতা। শুভেন্দুর দাবি, ‘‘এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ vs. জনগণের মধ্যে পঞ্চায়েত ভোটের লড়াই। তৃণমূলের সাথে লড়াই নয়।’’ আজ, বুধবার নিজের হোম গ্রাউন্ড নন্দীগ্রাম, কাঁথি সহ পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচ পাঁচটি জনসভা রয়েছে শুভেন্দুর।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 05, 2023 12:32 PM IST