Saayoni Ghosh: গেলেন না ইডি দফতরে হাজিরা দিতে! হুডখোলা গাড়িতে জমাটি প্রচার সায়নী ঘোষের

Last Updated:

গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় টলি অভিনেত্রী তথা তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়া সায়নী ঘোষের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷

দক্ষিণবঙ্গ: গত শুক্রবার, ৩০ জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল সায়নী ঘোষকে৷ আজ, বুধবার ফের তাঁকে তলব করেছিল ইডি৷ কিন্তু, এদিন তিনি হাজিরা দিলেন না৷ সকাল সকালই পোঁছে গেলেন পূর্ব বর্ধমানের গলসিতে৷ হুডখোলা গাড়িতে বসে দু’পাশে তৃণমূল কর্মী সমর্থক নিয়ে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রচার করতে দেখা গেল তৃণমূল যুবনেত্রীকে৷
প্রচারে এদিন সায়নীর পরনে ছিল পেস্তা সবুজ লখনউ চিকনের কুর্তি৷ গলায় জড়ানো সাদা উত্তরীয়৷ মাথার চুল একই রকম টপ নট করে বাঁধা৷ এদিন ইডি হাজিরার বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে সায়নী বলেন, ‘‘নথি পাঠিয়ে দিয়েছি৷ বলেছি, যদি প্রয়োজন হয় ভিডিও কলে ভার্চুয়ালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ ১১ঘণ্টা ছিলাম ওখানে৷ তখনও সহযোগিতা করেছি৷ ১১ তারিখের পরে যত বার ডাকবে ততবার যাব৷ এখন যুবনেত্রী হিসাবে প্রচারের দায়িত্ব সামলাচ্ছি৷’’
advertisement
আরও পড়ুন: ‘ভোট লুট’ ঠেকাতে নেতাকর্মীদের ক্লাস নিলেন শুভেন্দু! ‘সব নজরে রাখছি, হিসেব হবে’
জানা গিয়েছে, এদিন আইনজীবী মারফত ইডি দফতরে প্রায় ৫০০ পাতার নথির পাঠিয়েছেন সায়নী৷
advertisement
গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় টলি অভিনেত্রী তথা তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূলনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়া ইস্তক সায়নী ঘোষের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷
advertisement
গত শুক্রবার জিজ্ঞাসাবাদের সময় কুন্তলের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পর্কে সায়নীকে প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর৷ যদিও উত্তরে সায়নী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর সঙ্গে কুন্তলের তেমন কোনও পরিচয় ছিল না৷ কুন্তলের সঙ্গে সায়নী ব্যাঙ্কের লেনদেনেরও কোনও হদিস পায়নি ইডি৷ তবে সায়নীর সঙ্গে কুন্তলের নগদে কোনও লেনদেন হয়েছিল কি না, তা জানতে চান গোয়েন্দারা৷ এদিন সায়নীর কাছ থেকে বেশ কিছু নথি তলব করা হয়েছিল ইডির তরফে৷
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের নামই যাবে বদলে, মিলবে চার গুণ টাকা! প্রতিশ্রুতি ঘিরে চরম শোরগোল
শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদের পর শনিবার ও রবিবারও তৃণমূলের ভোট প্রচারে ছিলেন না সায়নী। ছিলেন না ইডির জিজ্ঞাসাবাদের আগের দুদিনও। আর একইভাবে সোমবারও তৃণমূলের প্রচারক তালিকায় ঠাঁই ছিল না সায়নীর। বুধবার অবশ্য পূর্ব বর্ধমানে গলসিতে জমাটি প্রচার সারতে দেখা গেল তাঁকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: গেলেন না ইডি দফতরে হাজিরা দিতে! হুডখোলা গাড়িতে জমাটি প্রচার সায়নী ঘোষের
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement