WB Panchayat Election 2023: ‘সোজা কাঁধে এসে বোমাটা পড়ল, লুটিয়ে পড়ল ছেলেটা’, হিংসায় উত্তপ্ত দেগঙ্গা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
জানা গিয়েছে, বোমার স্পলিন্টারের আঘাতে আহত হন আরও ২-৩ জন৷ ঘটনার কথা চাউড় হতেই এলাকায় অশান্তি ছড়ায়৷ আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু সিপিআইএম এবং আইএসএফ কর্মীদের বাড়িতে৷ তৃণমূলের অভিযোগ, এলাকার সিপিআইএম, আইএসএফ ও নির্দল প্রার্থীই একযোগে এই হামলা চালিয়েছে৷
দেগঙ্গা: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অশান্ত দক্ষিণ ২৪ পরগণা৷ প্রাণ চলে গেল তরতাজা ১৭ বছরের এক তরুণের৷ তৃণমূলের প্রচার মিছিলে হঠাৎ হামলা, বোমাবাজি ঘিরে অশান্ত হয়ে উঠল দেগঙ্গা৷ পাল্টা হামলা চলল সিপিআইএম, আইএসএফ কর্মীদের বাড়িতেও৷
স্থানীয় সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে সোহাইশেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরিয়েছিল তৃণমূল নেতাকর্মীদের একটি দল৷ দলের পুরভাগে ছিলেন পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি মফিদুল হক সাহজির ভাই রিঙ্কু শাহজি৷ রিঙ্কু এলাকার বিদায়ী উপ প্রধানও৷ রিঙ্কুর নেতৃত্বেই এলাকার১০-১৫ জন তৃণমূলকর্মী প্রচার চালাচ্ছিল৷
অভিযোগ, রাত ১১টা নাগাদ সেই দল পৌঁছয় গাঙ্গাটি এলাকায়৷ সেই সময়ই নাকি তৃণমূলের সেই প্রচার মিছিল ঘিরে হামলা চালায় দুষ্কৃতীরা৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বোমা সরাসরি কাঁধে এসে পড়ে বছর সতেরোর ইমরান খানের৷ সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে৷ ঘটনাস্থলেই মৃত্যু৷
জানা গিয়েছে, বোমার স্পলিন্টারের আঘাতে আহত হন আরও ২-৩ জন৷ ঘটনার কথা চাউড় হতেই এলাকায় অশান্তি ছড়ায়৷ আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু সিপিআইএম এবং আইএসএফ কর্মীদের বাড়িতে৷ তৃণমূলের অভিযোগ, এলাকার সিপিআইএম, আইএসএফ ও নির্দল প্রার্থীই একযোগে এই হামলা চালিয়েছে৷
advertisement
মফিদুলের বক্তব্য, ‘‘আমার ভাইকে টার্গেট করা হয়েছিল৷ ভাইকেই মারার জন্যই এটা ঘটেছে৷ কিন্তু, আমাদের কর্মীর ছেলের মৃত্যু হল৷ আমরা পুলিশকে সময় বেঁধে দিয়েছি৷ অবিলম্বে এর বিচার চাই৷ ’’
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের নামই যাবে বদলে, মিলবে চার গুণ টাকা! প্রতিশ্রুতি ঘিরে চরম শোরগোল
যদিও গোটা ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এলাকার সিপিআইএম নেতৃত্ব৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷
advertisement
এদিন দেগঙ্গায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেন রাজ্যপাল। সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন। প্রয়োজনে দেগঙ্গা যাবেন বলেও নিহতের পরিবারকে আশ্বস্ত করেছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 05, 2023 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: ‘সোজা কাঁধে এসে বোমাটা পড়ল, লুটিয়ে পড়ল ছেলেটা’, হিংসায় উত্তপ্ত দেগঙ্গা