Jalpaiguri News: অভাবের সংসারে মেসির ভিডিও দেখে ফুটবল প্রশিক্ষণ! চা-বাগানের মেয়ের কীর্তি জেনে গর্বিত হবেন আপনিও
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: দুটি কুড়ি একটি পাতার ফাঁক দিয়ে স্বপ্নের পথ পাড়ি বর্ষার! অভাব মনে করায় স্বপ্ন না দেখার , ইচ্ছে বলে স্বপ্ন দেখতে ক্ষতি কি। ইচ্ছে , পরিশ্রম, অধ্যাবসায় আজ হারিয়েছে "অভাব" নামের বাঁধাকে। পা'এর জাদু দেখাতে এবার মধ্যপ্রদেশে।
জলপাইগুড়ি: দুটি কুড়ি একটি পাতার ফাঁক দিয়ে স্বপ্নের পথ পাড়ি বর্ষার! অভাব মনে করায় স্বপ্ন না দেখার , ইচ্ছে বলে স্বপ্ন দেখতে ক্ষতি কি। ইচ্ছে , পরিশ্রম, অধ্যাবসায় আজ হারিয়েছে “অভাব” নামের বাঁধাকে। পা’এর জাদু দেখাতে এবার মধ্যপ্রদেশে ফুটবল খেলায় ইন্ডিয়ান মহিলা লিগের মাঠে পাড়ি দিচ্ছে উত্তরবঙ্গের চা বাগান সংলগ্ন এলাকার প্রত্যন্ত গ্রামের বর্ষা ওরাও।
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের এক অচেনা গল্পের শুরু এভাবেই! চা বাগান এলাকার বর্ষা অসম্ভব ফুটবলপ্রেমী। যার কল্পনায় ফুটবলের প্রতি অসম্ভব ভালবাসা ও স্বপ্ন। ছোটবেলায় দিদির ফুটবল খেলার প্রতি আগ্রহ দেখে তারও মনে ফুটবল খেলোয়াড় হওয়ার ইচ্ছা জেগেছিল। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা, অভাবের কারণে দিদিকে মাঠ ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়। সেই থেকেই বর্ষার মনে ফুটবল খেলোয়াড় হওয়ার প্রবল আগ্রহ জন্ম নেয়।
advertisement
তবে সে জানতো, যদি তার স্বপ্ন সত্যি করতে হয়, তবে তাকে নিজেই কিছু করতে হবে। সে মোবাইল ফোনের মাধ্যমে আর্জেন্টিনার মেসির ফুটবল খেলার বিভিন্ন ক্লিপিং দেখে শিখতে শুরু করে। বাড়ির এক কোণায় বসে মেসির পায়ের কারিগরি রপ্ত করতে থাকে, আর মাঠে গিয়ে সেগুলো অনুশীলন করে। পরে খোঁজ মেলে এলাকারই ফুটবল কোচ অমিতের। কোচের সঙ্গে তার প্রথম সাক্ষাতে অমিত বুঝতে পারেন, বর্ষার মধ্যে এক অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল রয়েছে। অমিত তাকে মাঠে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন, এবং তার স্বপ্নপূরণের পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Rinku Singh Engagement: ভারতীয় ক্রিকেটে বিয়ের সাঁনাই! বাগদান সারলেন কেকেআর তারকা রিঙ্কু সিং
তারপর বর্ষাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। একদিকে, চা বাগানের কঠোর কাজকর্ম, অন্যদিকে স্বপ্ন পূরণের অদম্য প্রচেষ্টা চলতে থাকে তাল মিলিয়ে। জমানো টাকা থেকেই ফুটবলের প্রয়োজনীয় সরঞ্জাম কিনে চলতো প্রস্তুতি। শেষমেশ, তার কঠোর পরিশ্রম ও নিবেদিত মনোভাব তাকে নিয়ে যায় ভারতের মধ্যপ্রদেশের ইন্ডিয়ান মহিলা প্রিমিয়ার লীগে, যেখানে সে নিজের স্থান তৈরি করে নিয়েছে। বর্ষার এই যাত্রা প্রমাণ করে, যেখানে অদম্য ইচ্ছা সেখানে উন্মোচিত হয় নয়া পথ!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2025 7:03 PM IST
