Viral Video || Rabindra Sangeet: খালি গলায় নেপালি যুবকের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত! পাহাড়ি টানে কবিগুরুর গান মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Viral Video || Rabindra Sangeet: রবীন্দ্রনাথ স্মৃতিধন্য মংপুতে বসে খালি গলায় রবীন্দ্র সংগীত গেয়ে তাক লাগিয়ে দিলেন এক নেপালি যুবক।
মংপু : রবীন্দ্রনাথ মানেই বাঙালির আবেগ। রবীন্দ্রনাথের জন্মতিথি যেন বাংলার কাছে উৎসব। বাঙালির সুখে-দুখে, প্রেমে-বিরহে আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, তাঁর অসামান্য, অসংখ্য সাহিত্যকীর্তি। তিনি বিশ্বকবি। তার অমর সৃষ্টি কবিতা, গানগুলি আজও ছুঁয়ে যায় সকলের মন। রবীন্দ্রসঙ্গীত আজও মন কেড়ে নেয় সমতল থেকে পাহাড়ের। আজ রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে পাহাড় থেকে নেমে এল রবিঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথ স্মৃতিধন্য মংপুতে বসে খালি গলায় রবীন্দ্র সঙ্গীত গেয়ে তাক লাগিয়ে দিলেন এক নেপালি যুবক।
দার্জিলিং এর পার্বত্য এলাকায় ছোট্ট জায়গা মংপু। একটা সময় রবীন্দ্রনাথের গ্রীষ্মকালীন ঠিকানা ছিল এই মংপু।রয়েছে রবীন্দ্র ভবন, কবিগুরুর বাড়ি, যার গায়ে লেগে আছে স্মৃতি। কবির ব্যবহৃত চেয়ার, টেবিল-সহ যাবতীয় ছোট-বড় জিনিস স্মৃতির মাধুর্য মেখে মালিন্যের সঙ্গে লড়ছে এই বাড়িতেই। দেখলে মনে হবে এই যেন লিখতে লিখতে উঠে গেলেন কবিগুরু।
advertisement
advertisement
দার্জিলিং থেকে পাহাড়ি পথ ধরে নেমে যেতে হয় নিচের দিকে। একটি সূত্র বলে, রবীন্দ্রনাথ আগে এই পাহাড়ি রাস্তা ধরেই পালকিতে চেপে যেতেন। সেই পালকি বাহকদেরই এক উত্তরসূরী আজও রবীন্দ্র ভবনের দেখাশোনা করেন। গাইডের কাজ করেন। এই জায়গাতে যেমন পর্যটকদের ভিড় লেগে থাকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য, তেমনই লেগে থাকে রবীন্দ্রপ্রেমীদের ভিড়।
advertisement
সেই রবীন্দ্র ভবনের সামনেই এক নেপালি যুবককে রবীন্দ্র সংগীত চর্চা করতে দেখা গেল। তার কথায় বাংলাভাষার জড়তা স্পষ্ট। তবুও অতি দক্ষতার সঙ্গে যুবক পরিবেশন করেছেন রবীন্দ্র সঙ্গীত। গান শুনে থমকে যাচ্ছেন পথচলতি পর্যটকরা।
advertisement
যদিও ক্যামেরার সামনে নিজের নাম, পরিচয় বলতে চাননি ওই যুবক। তবে স্থানীয়রা বলেন, ওই যুবক প্রায়ই রবীন্দ্রভবন চত্বরে এসে সময় কাটান। নিজের মনে গাইতে থাকেন রবীন্দ্রনাথের গান। নেপালি যুবকের রবীন্দ্রনাথের প্রতি এই ভালবাসা আবারও প্রমাণ করে দেয় তিনি বিশ্বকবি। সবার হিয়ার মাঝেই তাঁর অপার যাতায়াত।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling,West Bengal
First Published :
May 08, 2023 11:26 PM IST