Bride Cancels Marriage: মালাবদল হতেই হঠাৎ রেগে লাল কনে...! নিজেই ভাঙলেন বিয়ে! কারণ ফাঁস হতেই চক্ষুচড়কগাছ সবার! ঝড়ের গতিতে Viral

Last Updated:
Trending News: ছাদনাতলাতেই কোনও কোনও ক্ষেত্রে আজব আজব কারণে ভেঙে যায় মধুর বন্ধন 'বিয়ে'। এবার এমন ঘটনা ঘটল উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে। যে ঘটনা আপনাকেও নির্ঘাত চমকে দেবে!
1/8
ট্রেন্ডিং নিউজ : অনেক সময় বিয়েতে এমন পরিবেশ তৈরি হয়, যার কারণে বর-কনের বিয়ে ভেঙে যায়। আচমকা জানা যায় বিয়ে ভেঙে গিয়েছে। কিন্তু সবাই সেক্ষেত্রে জানতে চান আসল কারণটি ঠিক কী? কিসের জন্যে বিয়ে ভাঙার সিদ্ধান্ত?
ট্রেন্ডিং নিউজ : অনেক সময় বিয়েতে এমন পরিবেশ তৈরি হয়, যার কারণে বর-কনের বিয়ে ভেঙে যায়। আচমকা জানা যায় বিয়ে ভেঙে গিয়েছে। কিন্তু সবাই সেক্ষেত্রে জানতে চান আসল কারণটি ঠিক কী? কিসের জন্যে বিয়ে ভাঙার সিদ্ধান্ত?
advertisement
2/8
এক্ষেত্রে দেখা যায় কোনও কোনও ক্ষেত্রে এই কারণটি ন্যায্য হলেও কখনও কিন্তু বেশ আজব আজব কারণেও ছাদনাতলাতেই ভেঙে যায় মধুর এই বন্ধন। এবার এমন ঘটনা ঘটল উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে। যে ঘটনা আপনাকেও নির্ঘাত চমকে দেবে।
এক্ষেত্রে দেখা যায় কোনও কোনও ক্ষেত্রে এই কারণটি ন্যায্য হলেও কখনও কিন্তু বেশ আজব আজব কারণেও ছাদনাতলাতেই ভেঙে যায় মধুর এই বন্ধন। এবার এমন ঘটনা ঘটল উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে। যে ঘটনা আপনাকেও নির্ঘাত চমকে দেবে।
advertisement
3/8
সাম্প্রতিক এই বিয়েতে যে কারণে কনে বিয়েটি ভাঙার সিদ্ধান্ত নেন তা রীতিমতো অবাক করবে। এই ক্ষেত্রে, বরের পরিবার তার জন্য কম গয়না কেনার কারণে কনে তার বিয়ে বাতিল করেছে। যার কারণে সাতপাকের আগেই বরযাত্রীদের নিয়ে ঘরে ফিরতে হল বরকে।
সাম্প্রতিক এই বিয়েতে যে কারণে কনে বিয়েটি ভাঙার সিদ্ধান্ত নেন তা রীতিমতো অবাক করবে। এই ক্ষেত্রে, বরের পরিবার তার জন্য কম গয়না কেনার কারণে কনে তার বিয়ে বাতিল করেছে। যার কারণে সাতপাকের আগেই বরযাত্রীদের নিয়ে ঘরে ফিরতে হল বরকে।
advertisement
4/8
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি কানপুর দেহহাটের সিকান্দ্রা থানার অন্তর্গত মানপুর গ্রামের। জানা গিয়েছে, বনওয়ারীপুর গ্রামের মেয়ের সঙ্গে মনপুর গ্রামের বাসিন্দা যুবকের বিয়ে ঠিক হয় ৩০ এপ্রিল (রবিবার)। 
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি কানপুর দেহহাটের সিকান্দ্রা থানার অন্তর্গত মানপুর গ্রামের। জানা গিয়েছে, বনওয়ারীপুর গ্রামের মেয়ের সঙ্গে মনপুর গ্রামের বাসিন্দা যুবকের বিয়ে ঠিক হয় ৩০ এপ্রিল (রবিবার)। 
advertisement
5/8
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি কানপুর দেহহাটের সিকান্দ্রা থানার অন্তর্গত মানপুর গ্রামের। জানা গিয়েছে, বনওয়ারীপুর গ্রামের মেয়ের সঙ্গে মনপুর গ্রামের বাসিন্দা যুবকের বিয়ে ঠিক হয় ৩০ এপ্রিল (রবিবার)।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি কানপুর দেহহাটের সিকান্দ্রা থানার অন্তর্গত মানপুর গ্রামের। জানা গিয়েছে, বনওয়ারীপুর গ্রামের মেয়ের সঙ্গে মনপুর গ্রামের বাসিন্দা যুবকের বিয়ে ঠিক হয় ৩০ এপ্রিল (রবিবার)।
advertisement
6/8
 মালাবদলের অনুষ্ঠান দিয়ে বিয়ের নিয়ম আচার শুরু হয়। এরপরেই বরের পরিবার বিয়ের মণ্ডপে কনের জন্য তাঁদের তরফে কেনা গয়না, জামাকাপড় এবং অন্যান্য উপহার সামগ্রী উপস্থাপন করেন।
 মালাবদলের অনুষ্ঠান দিয়ে বিয়ের নিয়ম আচার শুরু হয়। এরপরেই বরের পরিবার বিয়ের মণ্ডপে কনের জন্য তাঁদের তরফে কেনা গয়না, জামাকাপড় এবং অন্যান্য উপহার সামগ্রী উপস্থাপন করেন।
advertisement
7/8
তবে বরের পরিবারের দেওয়া অলঙ্কারে খুশি ছিল না কনে ও তার পরিবার। কনের পরিবার এতটাই ক্ষুব্ধ হয়ে যান এতে যে তাঁরা এরপরেই বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত জানানোর পর উত্তেজনা বেড়ে যায় এবং বর-কনের আত্মীয় স্বজনরা থানায় পৌঁছন।
তবে বরের পরিবারের দেওয়া অলঙ্কারে খুশি ছিল না কনে ও তার পরিবার। কনের পরিবার এতটাই ক্ষুব্ধ হয়ে যান এতে যে তাঁরা এরপরেই বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত জানানোর পর উত্তেজনা বেড়ে যায় এবং বর-কনের আত্মীয় স্বজনরা থানায় পৌঁছন।
advertisement
8/8
বরের বাবার অভিযোগ, যৌতুকের দাবিতে কনের পরিবার পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। কনের পরিবার তাদের দেওয়া গয়না ও উপহার ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। থানায় ঘণ্টার পর ঘণ্টা তর্ক-বিতর্কের পর উভয় পক্ষ সমঝোতায় এসে নিজ নিজ বাড়িতে চলে যায়।
বরের বাবার অভিযোগ, যৌতুকের দাবিতে কনের পরিবার পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। কনের পরিবার তাদের দেওয়া গয়না ও উপহার ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। থানায় ঘণ্টার পর ঘণ্টা তর্ক-বিতর্কের পর উভয় পক্ষ সমঝোতায় এসে নিজ নিজ বাড়িতে চলে যায়।
advertisement
advertisement
advertisement