Viral Video || Viral Bird: কটকট করে কথা বলছে 'শালিক পাখি'...! মানুষের ভাষায় ঝগড়া করছে তুমুল! নেটপাড়া কাঁপাচ্ছে ভাইরাল ভিডিও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video || Viral Bird: হুবহু মানুষের মতো কথা বলতে পারা টিয়া পাখিদের ভিডিও এর আগে বহুবার ভাইরাল হয়েছে। যেগুলি বেশ নজর কেড়েছে নেটিজেনদের। তবে কখনও কি কোনও শালিক পাখিকে মানুষের মতো কথা বলতে ও ঝগড়া করতে দেখেছেন আপনি এমন ভাবে?
ভাইরাল ভিডিও : সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যেখানে দিন শেষে কিছুটা সময় প্রায় সকলেই কাটিয়ে দেন। কেউ কেউ তো এর নেশায় রীতিমতো বুঁদ। কখনও নানা খবরাখবর যেমন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার পাতায় তেমনই এই প্ল্যাটফর্মগুলিতেই ঘোরাফেরা করে নানা ধরণের মজাদার ছবি ও ভিডিও যা চমকে দেয় নেটিজেনদের। কখনও তো এতটাই ভাল লেগে যায় যে সেই ভিডিও তাঁরা বন্ধু বান্ধব ও প্রিয়জনেদের মধ্যে শেয়ার করেন। এমনই কিছু তাই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে যার মধ্যে থাকে যেমন বিয়ের ভিডিও, সাধারণ জীবনের অসাধারণ ঘটনার ভিডিও তেমনই থাকে পশু পাখির ভিডিও। যা বার বার দেখলেও পুরনো হয় না। আবার দেখতে ইচ্ছে করে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কখনও নাচ, কখনও গান কখনও আবার হাসি মজার ভিডিও প্রতিনিয়তই কিছু না কিছু ভাইরাল হয়ে চলেছে এই দুনিয়ায়। শুধু মানুষেরই কীর্তিকলাপ নয় মানুষ থেকে শুরু করে নানান পশুপাখির কীর্তিকলাপও উঠে আসছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
advertisement
advertisement
কত রকমের ভিডিও ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় এই পশু পাখিদের নিয়ে। তেমনই এক পাখির ভিডিও ভাইরাল হয় কিছুদিন আগে। যা আবার ভেসে উঠেছে নেটপাড়ায়। আর আবারও হচ্ছে ভাইরাল। কী এমন আছে এই ভিডিওতে যা নেটদুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে? চলুন দেখে নেওয়া যাক!
advertisement
কে না জানে যে তোতা, ময়না অথবা টিয়া জাতীয় পাখি কথা বলতে পারে। কিন্তু কখনও কি শুনেছেন ঝগড়ুটে শালিক পাখিটিও কথা বলছে। শুনে অবাক লাগলেও এবার আবারও দেখা গেল এই বিরল দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি শালিক পাখি অবিকল মানুষের ভাষায় কথা বলছে। তার মালিকের সঙ্গে সমানতালে একনাগাড়ে বেজায় তর্ক করে চলেছে শালিক পাখি। আর এই শালিক পাখির কথা বলার বিরল ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে চোখের নিমেষে।
advertisement
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি উঠোনে বসে আছে শালিক পাখিটি। আর তার পাশে বসে আছে তার মালিক। পাখিটি মাঝে মাঝে তার পা দিয়ে মাথা চুলকাচ্ছে, আর তার পাশে বসে থাকা ব্যক্তিটি তার সাথে কথা বলে চলেছে। ব্যক্তিটি পাখিটিকে জিজ্ঞাসা করছে “কে কথা বলছে” পাখিটি তার উত্তরে জবাব দেয় “আমি কথা বলছি”। এছাড়াও ভিডিওটিতে দেখা যাচ্ছে পাখিটি বলছে “তোমার কথা খুব মিষ্টি”, “আমি মাছ চুরি করিনি” ।
advertisement
ভিডিওটি রাকিব এন্টারটেনমেন্ট নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। সোশ্যাল মিডিয়ায় পশুপাখিদের নিয়ে মজার অনেক ভিডিও প্রায় দেখা যায়, কিন্তু শালিক পাখির কথা বলার ভিডিও অতি বিরল। সম্ভবত নেটিজেনরা বার বার এই ভিডিওটি দেখছেন আর অবাক হয়ে শেয়ার করছেন। এভাবেই বার বার নতুন করে ভাইরাল হচ্ছে ভিডিওটি। ইতিমধ্যেই না দেখে থাকলে আপনিও দেখুন। বাদ যাবেন কেন?
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 7:37 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video || Viral Bird: কটকট করে কথা বলছে 'শালিক পাখি'...! মানুষের ভাষায় ঝগড়া করছে তুমুল! নেটপাড়া কাঁপাচ্ছে ভাইরাল ভিডিও