ভারতীয় রেলের সর্বাধিক গুরুত্বপূর্ন ট্রেনের কথা বললে নাম আসে রাজধানী অথবা শতাব্দীর। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এই তিনটি ট্রেন এখন রেলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ন। কিন্তু এগুলি ছাড়াও এমন ট্রেন আছে যা রাজধানীকে থামিয়ে এগিয়ে যায়। জানেন সেগুলি কোন ট্রেন? এমন কোন ট্রেন আছে যার জন্য পথ ছেড়ে দিতে হয় রাজধানী বা শতাব্দীকেও?