When A Cat Crosses Path: বিড়াল রাস্তা কাটলে আপনিও কি দাঁড়িয়ে পড়েন? ঠিক করছেন না ভুল? অবশ্যই জানুন অবাক করা এই সত্যিটা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
When A Cat Crosses Path: প্রায়ই দেখা যায় চলতি পথে বা রাস্তায় বিড়াল পথ কাটলে মানুষ থেমে যায় বা পথ পরিবর্তন করে নেন। এর পেছনের প্রচলিত একটি কারণ হল মানুষ বিড়ালের পথ কাটাকে অশুভ মনে করে। নিছক কুসংস্কার? নাকি আছে বৈজ্ঞানিক কারণ? জানুন অবাক করা তথ্য!
advertisement
advertisement
advertisement
advertisement
প্রাচীনকালে, এটি বিশ্বাস করা হত যে বাড়িতে একটি বিড়ালের আগমন থেকে নেতিবাচক শক্তি আসে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হল রাহুর বাহন। এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে। রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে, তেমন বিড়াল রাস্তা কাটলে তার জন্য দুর্ঘটনা হতে পারে বলেও বিশ্বাস।
advertisement
advertisement
advertisement
প্লেগ মহামারী এড়াতে একটা সময় বিড়াল রাস্তা পার হওয়ার সময় চলাচল বন্ধ করার নিয়ম চালু হয়েছিল। আসলে বিড়াল ইঁদুর খায় এবং ইঁদুরের মাধ্যমে প্লেগ রোগ ছড়ায়। এমন পরিস্থিতিতে যেখানে বিড়াল থাকবে সেখানে প্লেগ ছড়ানোর আশঙ্কা থেকেই বলা হয়েছিল যে যেখানে বিড়াল আছে সেখানে যাওয়া আপাতত এড়িয়ে চলতে হবে।
advertisement
advertisement