HS Results: উচ্চমাধ্যমিকে দ্বিতীয় কোচবিহারের তুষার, ভবিষ্যতে কী হতে চায় সে?
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
কোচবিহারের বক্সিরহাটের ছাত্র তুষার দেবনাথ। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯৬। ছোটবেলা থেকে মেধাবী তুষার। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে সে।
বক্সিরহাট: চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলে কোচবিহার থেকে রয়েছে মোট ছয় কৃতী পড়ুয়া। তাদের মধ্যে সেরা দশের তালিকায় দুই নম্বর স্থান অধিকার করেছে কোচবিহারের বক্সিরহাটের ছাত্র তুষার দেবনাথ। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৪৯৬।
ছোটবেলা থেকে মেধাবী তুষার মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছিল। এবার উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করায় খুশি জেলাবাসী। তুষারের বাবা পেশাগতভাবে একজন সবজি বিক্রেতা৷ তাই সংসারে অভাব নিত্যসঙ্গী। সেই অভাবকে হারিয়ে তাঁর এই সাফল্য খুশি করেছে সকলকে। আগামী দিনে সে বিজ্ঞানী হতে চায়।
কৃতী ছাত্র তুষার দেবনাথ জানায়, “মাধ্যমিকের পর থেকেই নিজের লক্ষ্যে স্থির ছিল সে৷ দরিদ্র পরিবারের ছেলে হওয়ায় অনেক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করতে হয়েছে। পড়াশুনার ফাঁকে বাবাকে মাঝে মধ্যে সহযোগিতা করত। তবে দিনে ৪ থেকে ৬ ঘণ্টা পড়াশোনা করত স্কুল ও টিউশনের সময় বাদ দিয়েও। পড়াশোনা বাদে তাঁর ক্রিকেট খেলতে ভাল লাগে।”
advertisement
advertisement
আরও পড়ুন- ভেজালের যুগে খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল! অসাধ্য সাধন নয়, গেলেই পেয়ে যাবেন এই জায়গায়
তুষারের বাবা তপন দেবনাথ জানান, “ছেলের সাফল্যে তিনি খুবই খুশি। আগামিদিনে ছেলের পাশে থাকবেন। তবে সবজি বিক্রি করে যা উপার্জন হয়, তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। ছেলের বিজ্ঞানী হওয়ার স্বপ্নপূরণ কীভাবে করবেন, সেই চিন্তায় নিয়ে অস্থির তিনি।”
advertisement
তুষারের মা অঞ্জনা দেবনাথ জানান, “মাধ্যমিকের পর ছেলের এত বড় সাফল্য ভাবতে পারিনি। তবে এই সাফল্যে তিনিও অনেকটা খুশি। তবে ছেলের ভবিষ্যতের পড়াশোনার খরচ নিয়ে চিন্তায় রয়েছেন তিনিও। সরকারি আর্থিক সহায়তা পেলে ভবিষ্যতের পড়াশোনায় অনেকটা সুবিধা হবে ছেলের।”
আরও পড়ুন- বাগান জুড়ে লাখ লাখ টাকার ফল, অবসর নিয়েই যা করলেন সেনা কর্মী, জানলে অবাক হবেন
বর্তমানে নিজের লক্ষ্যে অবিচল তুষার। আর্থিক বাধা বিপত্তি তাকে আটকাতে পারবে না। এমনটাই জানাচ্ছে সে। ভবিষ্যৎ দিনে বিজ্ঞানী হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় তুষার।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 6:45 PM IST