West Medinipur News: বাগান জুড়ে লাখ লাখ টাকার ফল, অবসর নিয়েই যা করলেন সেনা কর্মী, জানলে অবাক হবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
শখের বসে শুরু বাগান, বাগান জুড়ে লক্ষাধিক টাকার ফল
পশ্চিম মেদিনীপুর: কাজ করেছেন ভারতীয় সেনাবাহিনীতে, সেনাবাহিনী থেকে অবসরের পর ডাইরেক্টরেট অফ পোস্ট এবং কাস্টমসের সঙ্গেও বেশ কয়েক বছর কাটিয়েছেন। তবে অবসর গ্রহণের পর কেন্দ্রীয় সরকারের এই কর্মী যা করছেন, জানলে অবাক হবেন। নিজের শখের বসেই সাজিয়েছেন বাগান, রয়েছে দামি দামি আম, লিচুর গাছ। শুধু তাই নয়, রয়েছে বিভিন্ন ভেষজ উদ্ভিদও। স্বাভাবিকভাবে অবসরের সময় কাটাচ্ছেন গাছের সঙ্গে। আগামী প্রজন্মকে দিচ্ছেন স্বনির্ভরতার দিশা, অবসর সময়ে মন ভাল থাকার পাশাপাশি আর্থিক উপার্জনের পথ দেখাচ্ছেন কেন্দ্রীয় সরকারি এই কর্মী।
অবসর জীবনে সারাদিনের অধিকাংশ সময়টাই কাটে তার বাগানে। আনন্দ মেলে মনে, একাত্ম হতে পারেন সবুজের সঙ্গে। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীর গুণ এবং ভাবনাচিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা, ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী নীতিশ সিনহা। সেনাবাহিনীতে চাকরির পর একাধিক বিভাগে তিনি কাজ করেছেন। পুলিশ বিভাগে দিয়েছেন ভলেন্টিয়ারি সার্ভিস। তবে এরপর তিনি নিজের প্রায় দু একর জায়গাতে লাগিয়েছেন একাধিক গাছ। রয়েছে জাপানি মিয়াজাকি থেকে ভারতীয় এবং বিদেশি প্রজাতির একাধিক লিচুর প্রজাতিও।
advertisement
advertisement
গাছ অন্ত প্রাণ এই মানুষটি, আগামী প্রজন্মকে দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। শুধু তাই নয়, সরকারি সাহায্য নিয়েই বিভিন্ন ধরনের চাষ করে মালামাল হওয়া যায়। নিজের প্রায় দু’একর জমিকে তিনি রূপ দিয়েছেন এক প্রাণবন্ত বাগানে। সেখানে রয়েছে ভেষজ উদ্ভিদ, আম, লিচু, কাঁঠাল, জাম, আতা-সহ ১০ রকমের ফলের গাছ। তবে সবচেয়ে চমকপ্রদ তাঁর এই সবুজ প্রকল্পে রয়েছে এক বিদেশি সংযোজন—জাপানের ‘মিয়াজিকি’ জাতের আম, যার এক কেজির দাম লক্ষাধিক টাকা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এত দামি আম নিজের জমিতে ফলিয়ে শুধু আশ্চর্যই করেননি, তাক লাগিয়েছেন স্থানীয় কৃষকদেরও। তাঁর বাগানে শিশু থেকে বৃদ্ধ—সবাই খুঁজে পান প্রকৃতির এক শান্ত ঠিকানা। বহু যুবক তাঁর অনুপ্রেরণায় গাছ লাগানো শুরু করেছেন। প্রত্যন্ত গ্রামে থেকেও, বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর থেকে অবসর নিয়ে তার এই পরিবেশ সম্পর্কে ভাবনা এবং উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 3:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বাগান জুড়ে লাখ লাখ টাকার ফল, অবসর নিয়েই যা করলেন সেনা কর্মী, জানলে অবাক হবেন