Kacchi Ghani Mustard Oil: ভেজালের যুগে খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল! অসাধ্য সাধন নয়, গেলেই পেয়ে যাবেন এই জায়গায়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kacchi Ghani Mustard Oil: বাঁকুড়ার খাতড়া শহরের সিনেমাহল রোডের উপরে গুরুসদয় মঞ্চের ঠিক উল্টো দিকে রয়েছে একটি তেল মিল।
advertisement
advertisement
advertisement
প্রথমত ঘানিতে সরষে ভরে, নরম করে নেওয়া হয়। এরপর সেই নরম সর্ষে পেশায় করে তৈরি হয় তেল এবং খোল। তেলের মতই খোল অর্থাৎ সরষের অবশিষ্টাংশ ছিবড়ে সমান গুরুত্বপূর্ণ। চাষের ক্ষেত্রে জমিতে কিংবা গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয় এই পুষ্টিগুণ সম্পন্ন খোল। তিন কিলো সরষে থেকে এক কিলো তেল এবং দুই কিলো খোল পাওয়া যায়।
advertisement
advertisement